গঙ্গার নীচ দিয়ে কবে থেকে ছুটবে মেট্রো ? দিনক্ষণ জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ

বাংলা হান্ট ডেস্ক : প্রায় শেষের পথে হাওড়া ময়দানের কাজ! যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এসপ্ল্যানেডের দিকেও। সম্প্রতি শিয়ালদহ-সল্টলেকের পরে রুবি-গড়িয়া রুটে নিয়মিত মেট্রো (Kolkata Metro Rail) চালু হওয়ার পরে এখন পাখির চোখ হাওড়া (Howrah) ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (Saltlake Sector Five) পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো। গঙ্গার তলা দিয়ে ঠিক কবে মেট্রো চলবে সেদিকেই নজর রয়েছে সকলের। আর এই মেট্রো নিয়েই বড় সুখবর শোনালো মেট্রো কর্তৃপক্ষ।

সূত্রের খবর, চলতি বছরের শেষেই এই দুই স্টেশনকে মুড়ে ফেলা হবে প্রযুক্তির মাধ্যমে। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মাধ্যমে জুড়ে যাচ্ছে দুই প্রান্তিক স্টেশন। অর্থাৎ খুব শীঘ্রই আরও একধাপ এগিয়ে যাবে মেট্রোর কাজ। যা খবর, পুজোর পর অর্থাৎ ডিসেম্বর মাসেই সম্ভবত এই পরিষেবা একেবারে বাণিজ্যিক ভাবে শুরু হবে। আর এই কাজের জন্যই আগামী শনিবার এবং পরের শনিবার বন্ধ থাকতে চলেছে মেট্রো পরিষেবা।

মেট্রো সূত্রে খবর, ইতিমধ্যেই হাওড়া ময়দান, হাওড়া, বিবাদী বাগ এবং এসপ্ল্যানেড স্টেশনে বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানো হয়েছে। মূলত যাত্রীদের ঢোকা-বেরনোর জন্যে এই গেট। মেট্রোর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেইসব ছবি শেয়ারও করা হয়েছে। রুট পরিদর্শন করে গেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। তিনিও আশ্বাস দিয়েছেন যে, খুব শীঘ্রই এই পরিষেবা শুরু হয়ে যাবে।

আরও পড়ুন : সাত ব্যাঙ্কে পড়ে কোটি কোটি দাবিহীন টাকা! গ্রাহকদের ফিরিয়ে দেবে RBI, আপনি কীভাবে পাবেন?

তবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কবে মেট্রো পরিষেবা শুরু হবে তা এখনও পরিষ্কার নয়। যার বড় কারণ হচ্ছে বউবাজার। এই দীর্ঘ যাত্রাপথের মাঝের অংশ বউবাজারে কাজ করতে গিয়ে ঘটনার ঘনঘটা। একটার পর একটা বিপত্তি ঘটে চলেছে সেখানে। এই কারণে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এখনই মেট্রো ছুটবে না।

আরও পড়ুন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘মধুচক্র’! বহিরাগতদের আনাগোনায় জল্পনা তুঙ্গে

kolkata metro 916x516 1581573796

উল্লেখ্য, একবার যদি হাওড়া থেকে সেক্টর ফাইভ যুক্ত করে দেওয়া যায় তাহলে পরবর্তী নজর থাকবে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ স্টেশনের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যর উপর। সেই কাজ মিটে গেলে সিগন্যালিং-সহ অন্যান্য স্বয়ংক্রিয় প্রযুক্তির দিকে নজর দেবে মেট্রো কর্তৃপক্ষ। অতএব মেট্রো রেলের নতুন এই রুট চালু হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর