উচ্চতা অনেক কম, তাও ক্রিকেট বিশ্বে নিজেদের প্রতিভার ঝলক দেখিয়েছে এই ৪ তারকা! তালিকায় ২ ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অনেক জায়গাতেই পাড়ার ক্রিকেট কিংবা ক্লাব ক্রিকেটে দেখা যায় উচ্চতা কম হওয়ার কারণে কোনও ক্রিকেটারকে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। অনেকেই এমন একটি ধারা বেঁধে দেওয়ার চেষ্টা করেন যেখান থেকে অনেকের ধারণা হতে পারে যে ক্রিকেট খেলার জন্য হয়তো একটি ভদ্রস্থ উচ্চতার প্রয়োজন। কিন্তু সেই ধারণা একেবারেই ভুল। যদি সেই ধারণা ঠিক হতো তাহলে সচিন টেন্ডুলকার বা সুনীল গাভাস্কাররাও বিশ্বসেরা হতেন না আর মাত্র ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতা নিয়ে ডেল স্টেইনও বিশ্বের সর্বকালের সেরা পেসারদের মধ্যে একজন হতেন না।

আজকে আমাদের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব সেই চার ক্রিকেটার সম্পর্কে যারা উচ্চতায় অত্যন্ত কম হলেও বিশ্ব ক্রিকেটে সফলভাবে নিজেদের মেলে ধরতে পেরেছেন। যেহেতু আগেকার দিনে ক্রিকেটারদের উচ্চতা বা অন্যান্য গুরুত্বপূর্ণ দৈহিক পরিমাপ সঠিকভাবে সংরক্ষণ করা হতো না সেইজন্য আমাদের এই তালিকা সীমাবদ্ধ থাকছে গত ৫০ বছরের মধ্যে। আর এই তালিকায় শুধুমাত্র সেই ক্রিকেটার দিকে এই জায়গা দেয়া হচ্ছে যারা দেশের হয়ে অন্তত দশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

gundappa

গুন্ডাপ্পা বিশ্বনাথ: দক্ষিণ ভারত সর্বদা ভারতীয় দলকে শিল্পী ক্রিকেটার উপহার দিয়েছে যাদের মধ্যে অন্যতম একজন হলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। ১৯৭০-এর দশকে তিনি ভারতীয় ব্যাটিংয়ের মিডল অর্ডারের মূল স্তম্ভ ছিলেন। তার ১৪ বছরের কেরিয়ারে, বিশ্বনাথ ৯০টি টেস্ট ম্যাচ খেলেন এবং ৪২ গড়ে ৬০০০-এর বেশি রান করেন। তিনি কেরিয়ারে ১৪টি আন্তর্জাতিক শতরান করেছিলেন এবং এর মধ্যে একটি ম্যাচগুলির একটিতেও ভারত হারেনি। মাত্র ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট বিশ্বনাথ নিজের কব্জির কাজের জন্য সুপরিচিত ছিলেন।

mominul haque

মমিনুল হক: বাংলাদেশের চট্টগ্রামের এই বাঁহাতি ক্রিকেটার নিজের অভিষেক সিরিজ থেকেই তার প্রতিভার ঝলক প্রদর্শন করতে শুরু করেছিলেন। কেরিয়ারের সেই প্রথম সিরিজে তিনি ৩ ইনিংসে ১৫০ রান সংগ্রহ করেছিলেন। শ্রীলঙ্কার তৎকালীন সেরা স্পিনার রঙ্গনা হেরাথকে তিনি যেভাবে এসেছিল খেলেছিলেন তা ছিল দেখার মতো। মুমিনুল হক বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যিনি টেস্ট ক্রিকেটে টানা ১১টি ম্যাচে ৫০ বা তার বেশি স্কোর করেছেন। মাত্র ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা তার কাছে বাঁধা হয়ে দাঁড়ায়নি।

Parthiv Patel International Career 1280x720 1

পার্থিব প্যাটেল: গুজরাটের এই তারকা ক্রিকেটার টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ উইকেট-রক্ষক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন মাত্র ১৭ বছর বয়সে। পার্থিব প্যাটেল ভারতীয় দলের হয়ে সব ফরম্যাটে ক্রিকেট খেলেছেন কিন্তু মহেন্দ্র সিংহ ধনের সমসাময়িক হওয়ায় কখনোই ভারতীয় দলের নিয়মিতভাবে জায়গা পাননি। তবে কেরিয়ারে তিনি ঘরোয়া সার্কিটে অভূতপূর্ব সাফল্য পান এবং গুজরাট দলকে ২০১৭ সালে প্রথম রঞ্জি শিরোপা জিতিয়েছিলেন। গুজরাটের এই ক্রিকেটার ভারতীয় দলের হয়ে ২৫ টি টেস্ট ম্যাচ এবং ৩৮ টি ওয়ান ডে খেলেছেন। তার ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা কখনও তার কাছে বাঁধা হয়ে দাঁড়ায়নি।

Mushfiqur Rahim

মুশফিকুর রহিম: আন্তর্জাতিক ক্রিকেটে উল্লেখযোগ্য সফলতা পাওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উচ্চতম প্রাক্তন বাংলাদেশ অধিনায়কের। বাংলাদেশের হয়ে তিনি ৩৫০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে মুশফিকুর রহিমের অপরাজিত ২১৯ রানের ইনিংসটি এখনও টেস্টে বাংলাদেশের কোনও ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট স্কোর। এই প্রতিবেদনে উল্লেখিত ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম উচ্চতা তার। কিন্তু ক্রিকেট বিশ্ব তাকে চিরকাল মনে রাখবে একজন সফল বাংলাদেশ অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর