বাংলাহান্ট ডেস্ক : একের পর এক দুর্ঘটনার খবর এসেই চলেছে বিভিন্ন জায়গা থেকে। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাস ঘুরতে না ঘুরতেই ঢাকায় স্কুল (School Collapse) কলেজের উপরে ভেঙে পড়ে বায়ুসেনার বিমান। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৫ জন শিশুর। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের আরেক দুর্ঘটনায় মৃত্যু হল ৪ শিশুর। লাগাতার বৃষ্টিতে স্কুলবাড়ির ছাদ (School Collapse) ভেঙে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। আহত হয়েছে অন্তত ১৭ জন পড়ুয়া। এখনও ধ্বংসস্তূপের তলায় অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
স্কুলের ছাদ (School Collapse) ভেঙে মৃত্যু ৪ জনের
ঘটনাস্থল রাজস্থানের (Rajasthan) ঝালাওয়ার। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হয়ে চলেছে এখানে। লাগাতার বৃষ্টির জেরেই শুক্রবার সকালে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ (School Collapse)। পুরোদমে স্কুল চলছিল তখন। জানা যাচ্ছে, অন্তত ৬০-৭০ পড়ুয়া ছিল স্কুলে। ক্লাস চলাকালীনই হঠাৎ করে ভেঙে পড়ে ছাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ পড়ুয়ার।
চলছে উদ্ধারকাজ: প্রায় ২৭ জন পড়ুয়া গুরুতর আহত হয়েছে। তবে ধ্বংসস্তূপের (School Collapse) নীচে আরও অন্তত ১৫ জন পড়ুয়া চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরেই স্কুলের শিক্ষক এবং স্থানীয়রা এসে উদ্ধারকাজ শুরু করে। খবর দেওয়া হয় দমকলেও। পড়ুয়াদের যাতে নিরাপদে ধ্বংসস্তূপের নীচ থেকে বের করে আনা যায় তার জন্য আনা হয়েছে বিশেষ ভারী যন্ত্রপাতি।
আরও পড়ুন : ‘এতটা ফাঁকি দিলে…’! উত্তমের মরদেহের সামনে মালা হাতে সুচিত্রা, পাশ থেকে কী বলেছিলেন গৌরী দেবী?
কী অভিযোগ স্থানীয়দের: আহত পড়ুয়াদের ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে মনোহর থানা হাসপাতালে। কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনায় উঠে গিয়েছে একাধিক প্রশ্ন। কীভাবে ঘটে গেল এত বড় দুর্ঘটনা? স্থানীয়রা অভিযোগ করেছেন, স্কুলবাড়িটি (School Collapse) দীর্ঘদিনের পুরনো। জরাজীর্ণ অবস্থায় চলছে অনেক বছর ধরেই।
আরও পড়ুন : ‘শুভশ্রীর জন্যই…’, দীর্ঘ ৯ বছর পর স্বীকারোক্তি দেবের! আবেগে ভাসলেন ভক্তরা
অভিযোগ, বারবার সংষ্কার বা পুনর্নির্মাণের দাবি তোলা হলেও কানে নেয়নি কর্তৃপক্ষ। এদিকে প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলেছেন বিরোধীরা। ঝুঁকি নিয়ে কেন ক্লাস চলত স্কুলে? কেনই বা মেরামত হয়নি স্কুলবাড়ি? এই দুর্ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন।