জন্মদিনের পার্টিতে যাওয়াই হল কাল, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনপ্রিয় Youtuber-র

বাংলা হান্ট ডেস্ক: জন্মদিনের পার্টি সেরে ৪ বন্ধু হৈ-হুল্লোড় করতে করতে ফিরছিলেন বাড়ি। কিন্তু নিমেষের মধ্যে তাদের সেই আনন্দ বদলে যায় শোকে। রবিবার রাতে উত্তরপ্রদেশের (Uttarpradesh)  আমরোহা জেলার হাসানপুর থেকে এক বন্ধুর জন্মদিন সেলিব্রেট করে গজরাউলায় তাদের বাড়ি ফিরছিলেন ওই চার বন্ধু (4 Friend)। কিন্তু ওই যে কথায় আছে বিপদ কখনও বলে আসে না। এই ৪ বন্ধুর ক্ষেত্রেও এদিন ঠিক এমনটাই ঘটলো। যার পরিণতি হল মর্মান্তিক মৃত্যু।

কোতোয়ালি হাসানপুরের মানোটা থানা এলাকায় এদিন এই  মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা (Car Accident) ঘটে। মৃত ওই ৪ যুবকই ছিলেন পেশায় ইউটিউবার (Youtuber)।  জানা যায় এদিন দুটি গাড়ির মধ্যে হওয়া মুখোমুখি সংঘর্ষ এতটাই জোরে হয়েছিল যে এদিন দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। এদিনের দুর্ঘটনায় মৃত চার এই চার ইউটিউবারদের মধ্যে ছিলেন লাকি চৌধুরী, সালমান, শাহরুখ এবং শাহনওয়াজ।

   

রক্তাক্ত অবস্থায় তাদের চারজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয় চারজনেরই।  মিডিয়া রিপোর্ট অনুসারে এই দিনের এই গাড়ি দুর্ঘটনায় মৃত এই চার বন্ধু Round 2 world  ইউটিউব চ্যানেলে হাসির ভিডিও কন্টেন্ট  তৈরি করতেন।  যা দেখে চুটিয়ে উপভোগ করতেন দর্শকরা। ইউটিউবার লাকি চৌধুরী (১৭),সালমান (১৭), শাহরুখ (১৮), এবং শাহনওয়াজ (১৯) প্রত্যেকেই গজরাউলার নওয়াদা রোডের বাসিন্দা।

আরও পড়ুন: লস্কর যোগ, বন্দুকধারী ৭ পাক জঙ্গি! জানুন বৈষ্ণোদেবী ভক্তদের উপর হামলার নেপথ্য কাহিনী

অন্যদিকে এই দুর্ঘটনায়  তাদের আরও দুই বন্ধু জায়েদ এবং বিলালও গুরুতর আহত হয়েছেন। তারা জানিয়েছেন  প্রথমে তাদের গাড়িটি বোলেরোর সাথে ঢাকা খেয়েছিল। এরপর তারা পালানোর চেষ্টা করলে সে সময় তারা পেছন থেকে আসা অপর একটি  গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় পরেই গোটা এলাকায় ভিড় জমে যায়। ততক্ষনে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় মনোতা চৌকি থানার পুলিশ।

অন্যদিকে পথচারীরাই তাদের রক্তাক্ত অবস্থায়  গাড়ি থেকে টেনে বের করে আনে। এরপর দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাদের গজরাউলা সিএইচসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিত্‍সকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। যান গিয়েছে চিকিৎসার জন্য আহতদের আমরোহা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর