বিধানসভা নির্বাচনে 44টি আসনে পাখির চোখ বিজেপির, দলীয় বৈঠকে রিপোর্ট দিলেন মুকুল

বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন থেকেই বিজেপি রাজ্যে শাসন কাজ চালানোর জন্য রণনীতি প্রস্তুত করেছেন, তাই তো বিধানসভা নির্বাচনের দু বছর আগে থেকেই পরিস্থিতি খতিয়ে দেখে বিচার বিশ্লেষণ করার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বদের বারবার বৈঠক হচ্ছে৷ রাজ্য বিজেপির শীর্ষ স্থানীয় নেতাদের নিয়ে বুধবার বিজেপি নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়র বাড়িতে একটি বৈঠক হয়৷ সেই বৈঠকেই বিজেপি নেতা মুকুল রায় একটি রিপোর্ট পেশ করেন, আর সেই রিপোর্টে রাজ্যে 44টি বিধানসভা আসনকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মুকুল রায়৷

পশ্চিমবঙ্গের অন্যতম দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে এদিনের বৈঠকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আরও বেশ কয়েকটি তথ্য তুলে ধরেন মুকুল রায়৷ যেহেতু সপ্তদশ লোকসভা নির্বাচনে রাজ্যে শাসক শিবিরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি তাই ফলাফলের নিরিখে বিধানসভা নির্বাচনে 121 টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া বাহিনী৷ 44 টি বিধানসভা আসনে বিজেপি র ফলাফল আসল রূপ নয় তাই ওই বিধানসভার আসন গুলিকে মজবুত করতে মরিয়া গেরুয়া বাহিনী৷ কী কারণে ওই আসনগুলিতে পরাজিত হতে হল? সেখানে কী কী খামতি রয়েছে? সেই ব্যাপারেও বৈঠকে পর্যালোচনা করা হয়৷ এবং ওই 44 আসনের সমস্ত দিকের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পাঁচ নেতাকে৷

উল্লেখ বুধবার কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকের পর অমিত শাহের বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুকুল রায় সুব্রত মুখোপাধ্যায় অরবিন্দ মেননের সঙ্গেও বৈঠক হয়৷ অন্য দিকে আর কিছুদিনের মধ্যেই রাজ্য বিজেপির সাংগঠনিক পদে বিরাট রদবদল হতে চলেছে৷ কে কোন পদে থাকবেন? সবটাই ঠিক হবে সাংগঠনিক বৈঠকের মাধ্যমে৷

সম্পর্কিত খবর