রাম চরণ এবং জেআর এনটিআরের অভিনয়ে ৪৫ কোটি টাকার অ্যাকশন সিকোয়েন্স!

 

বাংলা হান্ট ডেস্ক : এস এস রাজামৌলির পরের ছবি ‘আরআরআর’-এ একটি অ্যাকশন সিকোয়েন্স করতে নাকি ৪৫ কোটি টাকা খরচ হবে। রাম চরণ, জেআর এনটিআরের নিয়ে হবে ওই বিশেষ দৃশ্যের শুটিং।

 

প্রায় দু’হাজার শিল্পী এবং কলাকুশলী থাকবেন ওই দৃশ্যে। এছাড়াও এই ছবিতে বলিউড থেকে অভিনয় করবেন অজয় দেবগণ এবং আলিয়া ভট্ট। তবে প্রথমে আলিয়া নাকি এতটাই বেশি পারিশ্রমিক চেয়েছিলেন, তা দিতে পারবেন না বলে পিছিয়ে গিয়েছিলেন রাজামৌলি। পরে আলিয়া ভাটের অভিনয়ের ডেট নিয়েও সমস্যার মুখে পড়তে হয় তবে তিনি এই ছবিতে অভিনয় করবেন কিনা তা নিয়ে কৌতুহল থাকছে।

7e61d img 20190608 wa0010

প্রসঙ্গত ২০১৫-এ মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী ২০১৭-এ মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী ২: দ্য কনক্লুশান।একটা মাত্র অ্যাকশন সিকোয়েন্সের ৪৫ কোটি টাকা বাজেট সম্ভবত ইন্ডাস্ট্রিতে রেকর্ড বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।এই ছবির দেখার জন্য আগামী দিনে অপেক্ষায় দর্শকেরা।

সম্পর্কিত খবর