৪৭ বছরের BJP নেতার প্রেমে অন্ধ SP নেতার ২৬ বছরের মেয়ে! পালিয়েও যায় দুজনা, তারপরই …

বাংলা হান্ট ডেস্ক : যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। ক্ষমতায় রয়েছে বিজেপি। প্রধান বিরোধী দল অখিলেয় যাদবের সমাজবাদী পার্টি (SP)। দুই দলের নেতা-নেত্রীদের মধ্যে সদ্ভাব তো দূরে থাক, সৌজন্যটুকুও খুঁজে পাওয়া যায় না। এরই মধ্যে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। উত্তর প্রদেশের হরদোই (Uttar Pradesh Hardoi) জেলার এক বিজেপি নেতা, ওই একই জেলার সমাজবাদী পার্টির এক নেতার মেয়েকে নিয়ে পালিয়ে গেল। সপা নেতা অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে তাঁর মেয়েকে অপহরণ করার অভিযোগ করেছেন। অবস্থা বেগতিক দেখে, সরকারি ভাবে বিবৃতি দিয়ে গেরুয়া শিবির পক্ষ বহিষ্কার করল ওই নেতাকে।

পুলিস সূত্রে খবর, অভিযুক্ত বিজেপি নেতার নাম আশীষ শুক্লা। তিনি হারদোই শহরের বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন। ৪৭ বছর বয়সী এই নেতা আগে থেকেই বিবাহিত। তাঁর এক ছেলে এবং একটি মেয়েও রয়েছে। ছেলের বয়স ২১ বছর, মেয়ের বয়স ৭ বছর। এই নেতার বিরুদ্ধেই সমাজবাদী পার্টির এক নেতার ২৬ বছরের যুবতী কন্যাকে নিয়ে বেপাত্তা হয়ে যাওয়ার অভিযোগ প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সকলের চোখের আড়ালেই আশীষ শুক্লার সঙ্গে সপা নেতার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বিরোধী রাজনৈতিক শিবিরে থাকা এবং বয়সের পার্থক্যের মতো বাধাকে হেলায় উড়িয়ে দিয়েছেন যুগলে। সম্প্রতি, অন্য এক পাত্রর সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছিলেন সপা নেতা। তারপরই হঠাৎ বিজেপি নেতা ও সপা নেতার ওই মেয়ে পালিয়ে যায়।

up 2

এখনও পর্যন্ত তাঁদের খুঁজে পায়নি পুলিস। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অপরদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ‘দল বিরোধী কাজে যুক্ত’ থাকার অভিযোগে, আশীষ শুক্লাকে দল থেকে বহিষ্কার করেছে পদ্ম শিবির। এদিকে, পুলিসের কাছে এসপি নেতার করা অভিযোগে বলা হয়েছে, ১৩ জানুয়ারি আশিস শুক্লা ওরফে রাজু শুক্লা তার মেয়েকে বিয়ের অজুহাতে প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল বলে এলাকায় রটনা চলছে।

বিজেপির হরদোই জেলার মিডিয়া ইনচার্জ গঙ্গেশ পাঠক বলেছেন, ‘দলের কাজে অমনোযোগ এবং দলের নীতির বিরুদ্ধে কাজ করার জন্য, আশীষ শুক্লার হরদোই শহরের সাধারণ সম্পাদকের পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ খারিজ করে দেওয়া হল। আশীষ শুক্লার সঙ্গে এখন আর দলের কোনও রকম সম্পর্ক নেই। আশীষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, পুলিসকে কোনও বাধা দেওয়া হবে না।’


Sudipto

সম্পর্কিত খবর