দেড় বছর পর জম্মু কাশ্মীরে বহাল হচ্ছে 4G ইন্টারনেট পরিষেবা

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে বিগত কয়েকমাস ধরে বন্ধ ইন্টারনেট 4G পরিষেবা আজ বহাল হচ্ছে। জানিয়ে দিই, লোকসভায় গত ২০১৯ এর ৫ আগস্ট ৩৭০ ধারা রদ করে জম্মু কাশ্মীরের থেকে বিশেষ রাজ্যের তকমা তুলে দেওয়া হয়েছিল। এরপর থেকেই কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা ব্যাহত ছিল। প্রধান সচিব রোহিত কনসল জানান, গোটা জম্মু কাশ্মীরে 4G ইন্টারনেট পরিষেবা বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানিয়ে দিই, এই সময় জম্মু কাশ্মীরে 2G পরিষেবা চলছে। রাজ্যে 4G ইন্টারনেট পরিষেবা বহালের জন্য সুপ্রিম কোর্টে পিটিশনও দাখিল করা হয়েছিল।

ন্যাশানাল কনফারেন্সের সভাপতি ফাহরুখ আবদুল্লাহ এই বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কাশ্মীরে 4G ইন্টারনেট পরিষেবা চালু করার দাবি জানিয়েছিল। উনি জানিয়েছিলেন যে, এই সেবা রদ হওয়ার পর অনেক মানুষ বিভিন্ন সমস্যার সন্মুখিন হয়েছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর