বাম্পার আয়ের সুযোগ দিচ্ছেন গৌতম আদানি! শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে চলেছে ৫টি কোম্পানি

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন গৌতম আদানি (Gautam Adani)। জানা গিয়েছে, শীঘ্রই তাঁর ৫ টি নতুন কোম্পানির ইনিশিয়াল পাবলিক অফারিং (Initial Public Offering, IPO) তালিকাভুক্ত হতে চলেছে শেয়ার বাজারে। এমতাবস্থায়, আপনি যদি আদানির যেকোনো IPO-তে অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করেন, সেক্ষেত্রে এটি আপনার জন্য উপার্জনের একটি ভালো সুযোগ করে দিতে পারে। এছাড়াও, এর ফলে কোম্পানির ব্যবসার প্রসারের পাশাপাশি বিনিয়োগকারীরাও আয়ের সুযোগ পাবেন।

এই কোম্পানিগুলি তালিকাভুক্ত হচ্ছে: এই প্রসঙ্গে মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি গ্রূপের একাধিক কোম্পানি বাজারে তালিকাভুক্ত হতে পারে। এমতাবস্থায়, আদানি নিউ গ্রিন এনার্জি লিমিটেড (ANIL), আদানি কনেক্স, আদানি এয়ারপোর্ট হোল্ডিং লিমিটেড, আদানি রোড ট্রান্সপোর্ট এবং আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের মত সংস্থাগুলি এই তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে।

বর্তমানে ৭ টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে: এদিকে, আমরা যদি বাজারে এই গ্রূপের তালিকাভুক্ত অন্যান্য কোম্পানির কথা বলি, সেক্ষেত্রে জানাতে হয় বর্তমানে আদানি গ্রুপের প্রায় ৭ টি কোম্পানি বাজারে ট্রেড করছে। এই তালিকায় রয়েছে আদানি এন্টারপ্রাইজ, আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস, আদানি ট্রান্সমিশন, আদানি উইলমার এবং আদানি টোটাল গ্যাস।

আদানি উইলমার ১৩৯ শতাংশ রিটার্ন দিয়েছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, কোম্পানিটি এই বছরের শুরুতে আদানি উইলমারের IPO লঞ্চ করেছে। এমতাবস্থায়, আদানি উইলমার তালিকাভুক্ত হওয়ার পর থেকে বিনিয়োগকারীদের ১৩৯.৩৩ শতাংশ রিটার্ন দিয়েছে। এই স্টকের ৫২ সপ্তাহের রেকর্ড স্তর হল ৮৭৮ টাকা এবং নিম্ন স্তর হল ২২৭ টাকা।

Gautam Adani

আদানি এন্টারপ্রাইজ বিনিয়োগকারীদের লাভবান করেছে: ইতিমধ্যেই আদানি এন্টারপ্রাইজেস বিভিন্ন ব্যবসার শীর্ষস্থানীয় সংস্থাগুলি থেকে প্রায় ২০,০০০ কোটি টাকা সংগ্রহ করার ঘোষণা করেছে। পাশাপাশি, আদানি এন্টারপ্রাইজের শেয়ার বিনিয়োগকারীদের ৬৪,৬১০.৭৪ শতাংশ রিটার্ন দিয়েছে। এছাড়াও, গত ৫ বছরে বিনিয়োগকারীরা ২,৪৯১.৮৬ শতাংশ রিটার্ন পেয়েছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর