মিনি টর্নেডোর জেরে লণ্ডভন্ড উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও বিরাট পরিবর্তন, IMD-র মেগা আপডেট

বাংলা হান্ট ডেস্ক :গতকাল দুপুর নাগাদ কার্যত আঁধার নেমে আসে জলপাইগুড়ির বুকে। মিনি টর্নেডো লণ্ডভন্ড করে দেয় সবকিছু। রবিবার উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। তবে হাওয়ার গতিবেগ এত জোরালো হবে সেকথা জানা ছিলনা। আজ সোমবারও একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather): গতকাল একপ্রস্থ তাণ্ডব চালানোর পর আজ ফের একবার শুরু হবে ঝড়বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার ব্যাটিং। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ জলপাইগুড়ি ছাড়াও আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ব্যাপক বৃষ্টি হতৈ পারে। আগামি মঙ্গলবার ও বুধবারও বেশ বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের এই কয়েকটি জেলা।

উল্লেখ্য, গতকালেল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলা সদর-সহ ধূপগুড়ি, ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। হতাহতের ঘটনাও ঘটেছে গতকাল। একইসাথে ক্ষয়ক্ষতির সংখ্যাও কম নয়। ঝড় শেষে এলাকা পরিদর্শনে গেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। খোদ প্রধানমন্ত্রীও শোক প্রকাশ করেছেন এই ঘটনায়। এমনকি বঙ্গবিজেপিকে তড়িঘড়ি ত্রাণের কাজে নামার নির্দেশও দিয়েছেন তিনি।

আরও পড়ুন : কেজরির মেয়াদ শেষ! দিল্লির নয়া মুখ্যমন্ত্রী সুনীতা? কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে জল্পনা

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) : গুমোট গরমের নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। ইতিমধ্যেই তাপমাত্রা বেড়ে প্রায় ৪০ এর কাছাকাছি। আগামি কয়েকদিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে তাপমাত্রা। তবে আজ সোমবার বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই বৃদ্ধি পাবে বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা।

আরও পড়ুন : অপেক্ষার অবসান! বাজারে আসছে ৫ দরজার মাহিন্দ্রা ‘থার’, চমকে দেবে বৈশিষ্ট্য

কলকাতার তাপমাত্রা (Kolkata Weather): সোমবার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন থাকবে ২৭ ডিগ্রি। তবে আগামি কয়েকদিনে এই তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রি হতে পারে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর