শাটার ভেঙে দোকানে ঢুকে ভাত ফুটিয়ে খেল পাঁচজন, অভিযোগ জানাবেন না দোকানদার

বাংলাহান্ট ডেস্কঃ গুজরাতের ( gujrat) জুনাগড়ের পরোটা হাউস নামের এক দোকানে গভীর রাতে তালা ভেঙে ঢুকেছেন পাঁচ ব্যক্তি। চুরি নয় শুধু মুঠো ভাত ফুটিয়ে খাওয়ার জন্য। এই ঘটনা যেন করোনা আবহে মানুষের অসহায়তার কথা আরেকবার তুলে ধরল।

PicsArt 05 16 04.03.35

করোনা লকডাউন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে দেশের একটা বিরাট অংশের মানুষ ‘নেই রাজ্যের’ বাসিন্দা। তাদের দুবেলা দুমুঠো খাবারের যোগান পর্যন্ত নেই। এমতাবস্থায় চুরি করে মানুষ নিজের অন্ন সংস্থান করবে এতে আশ্চর্য হবার কিছু নেই। কিন্তু দোকানে ঢুকে চুরি না করে ভাত ফুটিয়ে খেলেন পাঁচ ব্যক্তি। এতে আশ্চর্য হতে হয় বৈকি।

পরোটা হাউসের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, ওই পাঁচজন রান্নাঘরে ঢুকে খোঁজাখুঁজি করছে। সিসিটিভি দেখে সেটা ঢাকাও দিয়ে দেয় তারা।

পরের দিন সকালে দোকানের মালিক ফোনা জানতে পেরে এসে দেখেন, সমস্ত বাসনপত্র পরিপাটি করে ধোয়া। ওই পাঁচজন রান্নাঘরে ঢুকে ভাত ও আলু সিদ্ধ করে খেয়ে গিয়েছে। তবে কিছুই চুরি করেনি। কিছুই চুরি না যাওয়ায় ঐ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি ঐ দোকানের মালিক।

সম্পর্কিত খবর