লকডাউনে যখন নাজেহাল গোটা বিশ্ব, তখন এটাকে পৃথিবীর মঙ্গল বলছেন রোহিত শর্মা।

করোনা ভাইরাস এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করেছে। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে এই মুহূর্তে বিশ্বের বেশিরভাগ দেশেই লকডাউন রয়েছে। করোনার জন্য থমকে গোটা পৃথিবী কিন্তু থমকে নেই মানুষের জীবনযাত্রা। আর এই ঘরবন্দি একঘেঁয়ে জীবনযাত্রায় অনেকেই একেবারে অতিষ্ঠ হয়ে রয়েছেন। অনেকে আবার এই লকডাউনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা মনে করেন পৃথিবীর ক্ষত সারিয়ে তোলা এটাই সেরা সুযোগ।

পৃথিবী জুড়ে যখন লকডাউন চলছে তখন দেখা দিয়েছে বিভিন্ন বড় বড় শহর গুলিতে ব্যাপক হারে কমে গিয়েছে দূষণের মাত্রা। এছাড়াও উল্লেখযোগ্যভাবে কমেছে নদীর জল দূষণের মাত্রা। এই লকডাউনের জন্যই নিরাময় হওয়ার সুযোগ পেয়েছে পৃথিবীর গভীরতম ক্ষত বিক্ষত স্থানগুলি।

IMG 20200516 120436

টুইট করে ভারত ওপেনার রোহিত শর্মা লিখেছেন এই মারন ভাইরাস ঝড়ের গতিতে আমাদের জীবন যাত্রায় ঢুকে গিয়েছে এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রা একেবারে তছনছ করে দিয়েছে। তবে এই ভাইরাসের খারাপ দিক গুলি বাদ দিয়ে যদি আমরা ভাল দিকগুলি দেখি তাহলে দেখবো এই ভাইরাসের কারণে এই মুহূর্তে বিশ্বজুড়ে লকডাউন চলছে এর ফলে পুনরায় পৃথিবী তার জীবন ফিরে পেয়েছে। আমাদের মায়ের সমান পৃথিবী তার ক্ষতবিক্ষত অঙ্গ গুলি সারিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর