ICC টুর্নামেন্টের ফাইনালে ভারতীয় ব্যাটারদের খেলা সেরা ৫ টি ইনিংস! তালিকায় ২ কিংবদন্তি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতে এখনো পর্যন্ত বেশ কয়েকবার আইসিসি টুর্নামেন্টের ফাইনাল অবধি পৌঁছেছে। কিন্তু তার মধ্যে কেবল পাঁচ বার ট্রফি ছুঁয়ে দেখতে পেরেছেন ভারতীয় অধিনায়করা। এই পাঁচটির মধ্যে তিনটি ট্রফি এসেছে মহেন্দ্র সিংহ ধোনির আমলে। বাকি দুটোই ট্রফি ভারতীয় দল জিতেছে কপিল দেব এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে।

তবে আজ আমাদের এই প্রতিবেদনের বিষয়টা একটু অন্য। আইসিসি টুর্নামেন্টের ফাইনালে যে কোনও ব্যাটার অত্যন্ত চাপে থাকেন। আজ আমরা দেখে নেব সেই চাপ সামলে কোন ব্যাটার সবথেকে বেশি রানের ইনিংস খেলতে পেরেছেন।

৫. বীরেন্দ্র সেওবাগ: ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মাটিতে বিশ্বকাপ ফাইনালে যখন ভারতীয় দল অস্ট্রেলিয়ায় এর কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল তখন ব্যাট হাতে একা লড়েছিলেন নবাব অফ নজফগড়। তার ৮২ রানের ইনিংসটা না থাকলে সেই ফাইনালে আরও লজ্জায় পড়তে হতে পারতো সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে। আইসিসি ফাইনালে কোনও ভারতীয়র খেলা সর্বোচ্চ ইনিংসের মধ্যে এটি পঞ্চম স্থানে রয়েছে।

৪. অজিঙ্কা রাহানে: ২০২৩ সালে আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দল প্রথম ইনিংসে ভালোই বেকায়দায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে। কিন্তু রাহানের ৮৯ রানের ইনিংসটি রোহিত শর্মার ভারতকে ফলো অনের লজ্জা থেকে রক্ষা করে। ১৮ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন করে অজিঙ্কা রাহানের খেলা ইনিংসটি তার কেরিয়ারের শ্রেষ্ঠ ইনিংস স্কুলের মধ্যে একটি।

৩. মহেন্দ্র সিংহ ধোনি: গোটা ২০১১ বিশ্বকাপ জুড়ে নিজের সেরা ছন্দের ধারে কাছেও ছিলেন না এমএস ধোনি। কিন্তু ফাইনালে শক্তিশালী শ্রীলঙ্কার বিরুদ্ধে যুবরাজ সিংয়ের আগে ব্যাটিং করতে নামার সাহস দেখিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। আগ্রাসী ব্যাটিং করে তিনি শ্রীলঙ্কার হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেন দুর্দান্তভাবে। তার অপরাজিত ৯১ রানের ইনিংসটি ভারতীয় ক্রিকেটের সমর্থকরা কোনদিনও ভুলতে পারবেন না।

২. গৌতম গম্ভীর: শুরুতেই বীরেন্দ্র সেহবাগকে হারিয়ে ২০১১ বিশ্বকাপ ফাইনালে চাপে পড়ে গিয়েছিল ভারত। মালিঙ্গার দাপটে আরো কিছুক্ষণের মধ্যেই সচিন টেন্ডুলকারকেও খোয়াতে হয়েছিল তার উইকেট। সেই সময় চাপের মধ্যে দাঁড়িয়ে অনবদ্যভাবে পাল্টা লড়াই করে শ্রীলঙ্কার হাত থেকে যেটা ম্যাচ নিয়ে আনতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন গৌতম গম্ভীর। নিজের রেকর্ডের তোয়াক্কা না করে খেলা ১২২ বলে ৯৭ রানের ইনিংস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে আইকনিক ইনিংসগুলোর মধ্যে একটি।

১. সৌরভ গঙ্গোপাধ্যায়: একমাত্র ভারতীয় যিনি কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে শতরান হাঁকাতে পেরেছেন। ২০০০ সালে মূলত তরুণ ক্রিকেটারদের দিয়ে তৈরি ভারতীয় একাদশ নিয়ে তিনি গড়া পেটা বিধ্বস্ত ভারতীয় ক্রিকেটকে নতুন আসার আলো দেখিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে। সেমিফাইনালের পর ফাইনালেও শতরান পেয়েছিলেন তিনি। সামনে থেকে নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে নেতৃত্ব দিয়েছিলেন ভারতকে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ১১৭ রানের ইনিংসটি শেষপর্যন্ত ভারতকে ম্যাচ জেতাতে পারেনি। তিনি এবং সচিন টেন্ডুলকার ছাড়া লোয়ার অর্ডারে আর কোনও ব্যাটার বড় রানের ইনিংস খেলতে পারেনি, যার ফল দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড রান তাড়া করার সময় ভুগতে হয়েছিল ভারতকে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর