আর নেই কোনও সন্দেহ, BCCI-এর মুখে হাসি ফুটিয়ে বিশ্বকাপ জিতবে ভারতই! দেখে নিন প্রমাণ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যেভাবে গতকাল বিশ্বকাপে (2023 ODI World Cup) পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ভারতীয় দলের (Indian Cricket Team) বোলাররা দাপট দেখিয়েছেন তা দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। টসে হারার পরেও পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটা খুব ভালো হয়েছিল। ওপেনিংয়ে এবং ৪ নম্বরে দুটি মনে রাখার মতন পার্টনারশিপ গড়তে পেরেছিলেন পাকিস্তানের ব্যাটাররা। কিন্তু বাবর আজম ড্রেসিংরুমে নাটকীয়ভাবে বদলাতে শুরু করে।

৫০ রানে ব্যাটিং করার সময় সিরাজের বলে কাল আশ্চর্যজনকভাবে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরেছিলেন পাকিস্তান অধিনায়ক। তার আগে দুই ওপেনারকে আউট করেছিলেন সিরাজ ও হার্দিক। বাবর ড্রেসিংরুমে ফেরার পর কুলদীপের ঘূর্ণিতে সম্পূর্ণ পরাস্ত হয়ে ড্রেসিংরুমে ফেরেন ফর্মে থাকা সাউদ সাকিল ও অভিজ্ঞ ইফতিকার আহমেদ।

এরপর শাদাব খানের পাশাপাশি দুরন্ত ফর্মে থাকা মহম্মদ রিজওয়ানকে বোল্ড করে পাকিস্তানের ম্যাচে প্রত্যাবর্তনের যাবতীয় সম্ভাবনা শেষ করে দেন বুমরা। এরপর পাকিস্তানের লেজ ছাঁটার দায়িত্বটা নিয়েছিলেন জাদেজা। ১৯১ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

আরও পড়ুন: একই ম্যাচে একসাথে ধোনি ও কোহলিকে পেছনে ফেলেছেন হিটম্যান, ব্যাটের পাশাপাশি নেতৃত্বেও বাজিমাত

bumbabar

প্রথম ইনিংস শেষ হওয়ার পর একটা অদ্ভুত চিত্র দেখা যায়। ভারতীয় দলের হয়ে আজ যারা যারা হাত ঘুরিয়েছিলেন তাদের মধ্যে শার্দূল ঠাকুর বাদ দিয়ে প্রত্যেকেই ২টি করে উইকেট নেন এদিন পাকিস্তানের বিরুদ্ধে। আশঙ্কা দেখলে মনে হবে যেন খুব যত্ন করে পরিকল্পনার সাথে বোলিং করে প্রত্যেকে বোলার সকলের দুটি করে উইকেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বল হাতে পড়লেন মন্ত্র, পরের বলেই উইকেট! ভারতের হার্দিকের বিরুদ্ধে কালা জাদুর অভিযোগ পাক ভক্তদের

২০১১ সালে ভারতের মাটিতে আয়োজিত ওডিআই বিশ্বকাপে ঠিক এমন ঘটনাই ঘটেছিল। সেইবার বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। সেবার ভারতীয় বোলারদের মধ্যে জাহির খান, আশীষ নেহেরা, মুনাফ প্যাটেল, হরভজন সিং ও যুবরাজ সিংয়ের প্রত্যেকে পাকিস্তানের বিরুদ্ধে দুটি করে উইকেট পেয়েছিলেন। তবে সেবার ভারতের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে ম্যাচে আরও কিছুটা বেশি লড়াই করেছিল পাকিস্তান। এই ম্যাচের রোহিত শর্মার ৮৬ রানের ইনিংসে ভর করে খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতীয় বোলারের পাকিস্তানের বিরুদ্ধে দুইটি করে উইকেট নেওয়ার ঘটনা ঘটেছিল তখন ভারত সেই বিশ্বকাপ জিতে নিয়েছিল। সেবারও দেশের মাটিতেই আয়োজিত হয়েছিল বিশ্বকাপ। এবারও দেশের মাটিতে আয়োজিত হয়েছে বিশ্বকাপ এবং ৫ ভারতীয় বোলার পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে দুটি করে উইকেট নিয়েছেন। এই দুটি ঘটনা মিলে গিয়েছে। এবার তৃতীয় ঘটনা অর্থাৎ ভারতের বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটবে কি? উত্তর পাওয়া যাবে আর এক মাসের মধ্যেই।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর