হঠাৎ কলকাতা হাইকোর্ট থেকে দুই বিচারপতিকে বদলি করে দেওয়া হল! বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্কঃ পাঁচ বিচারপতির (Justice) বদলির বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় (Centre) সরকার। সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়ামের দেওয়া সুপারিশকে মান্যতা দিয়ে পাঁচ বিচারপতির বদলির নোটিস জারি করা হয়েছে। কেন্দ্রীয় আইন মন্ত্রক তরফে এদিন কলেজিয়ামের সুপারিশে সিলমোহর পড়েছে।

সূত্রের খবর, এই ৫ বিচারপতির মধ্যে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দুজন বিচারপতিও রয়েছেন। কলকাতা হাইকোর্টের কোন দুই বিচারপতি বদলি হচ্ছেন? জানিয়ে রাখি কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি শেখর বি শরাফ এবং বিচারপতি বিবেক চৌধুরী বদলি হয়ে যাচ্ছেন।

কোথায় বদলি করা হচ্ছে কলকাতা হাইকোর্টের এই দুই বিচারপতিকে? জানা যাচ্ছে, বিচারপতি শরাফকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছে। বিচারপতি চৌধুরীকে পাঠানো হচ্ছে পাটনা হাইকোর্টে।

Justice,Transferred,Calcutta High Court,Central Issued Notice,বিচারপতি,বিচারপতির বদলি,বিজ্ঞপ্তি কেন্দ্রের,কলকাতা হাইকোর্ট,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

আরও পড়ুন: শীতকে জোরসে ধাক্কা! ফের কামড় বসাবে বৃষ্টি, নিশানায় দক্ষিণবঙ্গের ৭ জেলা, ওয়েদার আপডেট

অন্য ৩ বিচারপতির মধ্যে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিবেক কুমার সিংকে মাদ্রাজ হাইকোর্টে, তেলঙ্গানা হাইকোর্টের বিচারপতি সি সুমালতাকে কর্ণাটক হাইকোর্টে এবং তেলঙ্গানা হাইকোর্টের বিচারপতি এম সুধীর কুমারকে মাদ্রাজ হাইকোর্টে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: আগামী বছর দুর্গাপুজো, কালীপুজো মিলিয়ে কত দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা? রইল লিস্ট

প্রসঙ্গত, দেশে বিচারপতি নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় কলেজিয়ামের সুপারিশ মানতে নারাজ কেন্দ্র। এই নিয়ে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের ঝামেলা চলছে। কলেজিয়াম থাকার পক্ষে সুপ্রিম কোর্ট। ওদিকে কেন্দ্র সরকার তার বিপক্ষে। এই কলেজিয়ামের সুপারিশ নিয়ে বহুবার সমস্যারও সৃষ্টি হয়েছে কেন্দ্রের তরফে। তবে এবার সেই সুপারিশ মেনেই ৫ বিচারপতির বদলি হল।