বাংলা হান্ট ডেস্কঃ গতকালই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নয়া পার্টি অফিসের ভিতপুজোর পর তৃণমূল কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছিলেন,” ঠিক সময় দরজা খোলা হবে। ২ জানুয়ারি দিনটি গুরুত্বপূর্ণ। সেদিকে নজর রাখুন।” নিজের এই মন্তব্যে বিরোধী শিবিরে ভাঙ্গনের ইঙ্গিতই করেছিলেন তিঁনি। ঠিক তার একদিন পরেই বিরোধী শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কৃষ্ণনগর (Krishnanagar) পুরসভার পাঁচ কাউন্সিলার (Councilor)। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনীতির অন্দরে।
কারা কারা যোগ দিলেন ঘাসফুলে? জানা গিয়েছে, বছরের শুরুতেই এদিন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ের মঞ্চে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে তিনজন নির্দল কাউন্সিলার এবং দু’জন কংগ্রেস কাউন্সিলার শাসকদলের পতাকা হাতে তুলে নেন। এই পাঁচ কাউন্সিলারের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী গৌরীশঙ্কর দত্তের পুত্র অয়ন দত্ত।
তবে এখানেই শেষ নয়! এদিনের পাঁচ নেতার যোগদানের কর্মসূচিতে হাজির ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় (Mukul Roy)। গত বছর অক্টোবরে দ্বাদশীর দিন বিজয়ার প্রণাম সারতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন মুকুল রায়। সেইসময় থেকেই রাজনীতির অন্দরে শুরু হয় জল্পনা। এরপরই এই যোগদান কর্মসূচিতে মুকুলের উপস্থিতি সেই জল্পনাকেই আরও কিছুটা উস্কে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করে গৌরীশঙ্কর পূত্র অয়ন বলেন, ‘নির্বাচনে আমার এলাকার মানুষজন আমায় আশীর্বাদ করেছেন। মানুষ চেয়েছিলেন, আমি পুরনো বাড়িতে ফিরে যাই। তাই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় ভাল করে কাজ করতে চান।’ অন্যদিকে কাউন্সিলর সুমিত ঘোষ যোগ দিয়ে বলেন, ‘পুরনো দলে এসে ভাল লাগছে। নিজের ঘরের প্রতি তো মন পড়ে থাকেই।’ সামনেই বঙ্গে পঞ্চায়েত নির্বাচন। তার আগে একজোটে পাঁচ কাউন্সিলারের ঘাসফুলে যোগ সরাসরি জোর বাড়াবে তৃণমূলের ভোটব্যাংকে।