লাগাতার কমজোর হয়ে পড়া কংগ্রেসে আরও একটি বড় ঝটকা! মণিপুরের পাঁচ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ লাগাতার কমজোর হয়ে পড়া কংগ্রেস (Congress) আরও একটি বড় ঝটকা খেলো। এবার মণিপুরে (manipur) কংগ্রেসের পাঁচ বিধায়ক বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ দিলেন। উল্লেখ্য, ওনারা কিছুদিন আগেই দল থেকে ইস্তফা দিয়েছিলেন। কংগ্রেসের এই পাঁচ বিধায়ক বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব রাম মাধব, রাষ্ট্রীয় সহ সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডা আর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এর নেতৃত্বে বিজেপিতে যোগ দেন।

জানিয়ে দিই, এই মাসের শুরুতে মণিপুরে সহজেই আস্থা ভোটে জয়লাভ করেছিল বিজেপি। গত মাসে মণিপুরের কয়েকজন বিধায়ক বিক্ষভের সুর চরানোয় সরকার অস্বস্তিতে পড়ে গেছিল। তখন শোনা যাচ্ছিল যে, মণিপুরে বিজেপির সরকারের পতন হয়ে কংগ্রেস সরকার গঠন করতে পারে। কিন্তু কদিন যেতে না যেতেই মণিপুরের পরিস্থিতি সামলে নেয় বিজেপি।

মণিপুরে আস্থা ভোটের সময় কংগ্রেসের আট বিধায়ক হুইপ জারি হওয়ার পরেও একদিনের বিধানসভা অধিবেশন থেকে দূরে থাকেন। এরপর মণিপুরের মুখ্যমন্ত্রী বিরেন সিং এর নেতৃত্বে বিজেপি সহজেই আস্থা ভোটে জয়লাভ করে।

 

সম্পর্কিত খবর

X