LOC তে খতম পাঁচ পাকিস্তানি সেনা, ভারতের বিরুদ্ধে যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের

বাংলা হান্ট ডেস্কঃ চাম্ব সেক্টরে নিয়ন্ত্রণ রেখার পাশে পাকিস্তানের দখলে থাকা এলাকায় একটি বিস্ফোরণে পাকিস্তানের পাঁচ সৈনিকের মৃত্যু হয়েছে, এবং একজন আহত হয়েছে। পাকিস্তানের সরকার এজেন্সি বুধবার একটি বয়ান জারি করে জানায়, এই ঘটনা বরনালা তহসিলে হয়েছে।

এই ঘটনার পিছনে ভারতীয় সেনাকে দায়ি করেছে পাকিস্তান। ভারতীয় সেনার বিরুদ্ধে যুদ্ধ বিরতির লঙ্ঘন করার অভিযোগ করেছে পাকিস্তান। মৃত পাক সেনাদের নাম প্রকাশ করার সাথে সাথে তাঁরা জানিয়েছে, এই ঘটনার কারণে দ্বিপাক্ষিক যুদ্ধ বিরাম আর আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন হয়েছে। পাক এজেন্সি জানায়, পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনে বেড়েই চলেছে।

1

পাকিস্তান এই ঘটনার নিন্দা করে জানায়, কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা এবং ভারতের ৪০ জওয়ান শহীদ হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সাথে শান্তি এবং সুসম্পর্ক স্থাপনের জন্য অনেকবার চেষ্টা করেছিল। কিন্তু ভারত বারবার পাকিস্তানের উপরে হামলা চালাচ্ছে। এর আগে পাক সীমা অতিক্রম করে ভারতের বায়ুসেনা হামলা চালিয়েছিল।

যদিও পাকিস্তান তাঁদের দেশে কোন প্রকারের জঙ্গি ঘাঁটি থাকার খবরকে পুরো নস্যাৎ করেছে। এছাড়াও পুলওয়ামায় হামলার পর আমেরিকা, চীন আর সংযুক্ত আরব আমিরশাহি এর সাথে মিলে পাকিস্তান ভারতের সাথে সম্পর্ক ভালো করার অনেক চেষ্টা করেছে বলে জানায়।

সম্পর্কিত খবর