বাংলা হান্ট ডেস্ক: সন্ত্রাসবাদকে আশ্রয়দানকারী দেশ পাকিস্তান (Pakistan) নিজেই ক্রমশ সন্ত্রাসবাদে জর্জরিত হয়ে পড়েছে। পাকিস্তানে সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ হারাচ্ছেন। কিছুদিন ধরেই সন্ত্রাসবাদীরা পাকিস্তানের অভ্যন্তরে বড় আকারের সন্ত্রাসবাদী হামলাও চালিয়েছে। সেই রেশ বজায় রেখেই এবার ফের ভয়াবহ হামলায় ৫ জন পাকিস্তানি নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন। গত সোমবার আধিকারিকরা এই পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন।
পাকিস্তানে (Pakistan) ভয়াবহ হামলা:
কীভাবে ঘটল এই ঘটনা: আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবাদীরা হামলা চালায়। ওই হামলায় কমপক্ষে ৫ জন নিরাপত্তা কর্মী প্রাণ হারান এবং ১৭ জন আহত হয়েছেন।
গত রবিবার গভীর রাতে হাঙ্গু জেলার তোরা ওয়ারাই এলাকায় একটি ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) ক্যাম্পে সন্ত্রাসবাদীরা হামলা চালায়। ওই হামলায় ৩ জন নিরাপত্তা কর্মী প্রাণ হন। তার আগের দিন, খাইবার জেলার তিরাহ উপত্যকায় (Pakistan) সন্ত্রাসবাদীদের গুলিতে ২ জন নিরাপত্তা কর্মী নিহত হন।
৫ জন সন্ত্রাসবাদী খতম: অন্যদিকে পুলিশ এবং সন্ত্রাসবিরোধী বিভাগ আপার দির জেলায় একটি যৌথ অভিযান সম্পন্ন করে। যেখানে ৫ জন সন্ত্রাসবাদী খতম হয়। আধিকারিকরা জানিয়েছেন যে, ওই অভিযানে ১ জন অসামরিক নাগরিকও মারা যান এবং ৭ জন পুলিশকর্মী আহত হন। আপার দিরের দোবান্দো, বিরকোট, সালাম কোট এবং আতন্দ্রা এলাকায় (Pakistan) সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন: Maruti Suzuki-র বহু প্রতীক্ষিত বৈদ্যুতিক SUV-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! ১০০ টি দেশে হবে রফতানি
জুন মাসে ১৭৫ জন প্রাণ হারিয়েছেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত কয়েকদিনে পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসবাদী হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ওই ২ টি এলাকাই আফগানিস্তানের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে।রিপোর্ট অনুসারে, জুন মাসে পাকিস্তানে ৭৮ টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এমতাবস্থায়, সামগ্রিকভাবে এই হিংসাত্মক ঘটনা এবং অভিযানে মোট ১৭৫ জন প্রাণ হারিয়েছেন।