বাংলা হান্ট ডেস্কঃ হাড্ডাহাড্ডি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিল ভারত। এইদিন প্রথমে ব্যাটিং করে 329 রান করে ভারত জবাবে ব্যাটিং করতে নেমে 322 রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। এরফলে শেষ ম্যাচ জিতে সিরিজ জিতে নিল ভারত। তবে এই ম্যাচেই ঘটেছে বেশ কিছু ঐতিহাসিক রেকর্ড। আসুন সেই সমস্ত রেকর্ডগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক।
1) দুই দলের একজন ক্রিকেটারও সেঞ্চুরি না করার সত্ত্বেও একদিনের ম্যাচে সর্বাধিক 651 রান উঠলো। ভারত- 329, ইংল্যান্ড-322।
2) ভারতের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে নিজের কেরিয়ারের প্রথম ওয়ানডে হাফসেঞ্চুরি পূর্ন করে ফেলল স্যাম কারণ।
3) আট নম্বরে ব্যাটিং করতে নেমে স্যাম কারণের 95 রানের ইনিংসটি সর্বাধিক।
4) এর আগে লাগাতার দুটি ওয়ানডে সিরিজে হারতে হয়েছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে সেই হারের ধারা ভাঙল।
5) 50 ওভার না খেলে তার আগেই অলআউট হওয়ার সত্ত্বেও একটি ওয়ানডে ইনিংসে এটি ভারতের সর্বাধিক স্কোর।
329 ভারত বনাম ইংল্যান্ড, পুনে, 2021।