বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, উত্তরাখণ্ড সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যা যানবাহন মালিকদের জন্য বিরাট স্বস্তি এনে দিয়েছে। এবার থেকে ওই রাজ্যে যদি কোনও ব্যক্তি তাঁর পুরনো গাড়িটি স্ক্র্যাপ করে একই শ্রেণির একটি নতুন গাড়ি কেনেন, সেক্ষেত্রে তিনি মোটর ভেহিক্যাল ট্যাক্সের ওপর উল্লেখযোগ্য ছাড় (Tax Discount) পাবেন। এই ছাড় ১৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। এদিকে, এই সরকারি পদক্ষেপকে পরিবেশ সুরক্ষা এবং রাস্তা থেকে পুরনো এবং দূষণ সৃষ্টিকারী যানবাহণ অপসারণের লক্ষ্যে একটি বিরাট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নতুন গাড়ি কিনলে মিলতে পারে ৫০ শতাংশ পর্যন্ত কর ছাড় (Tax Discount):
এই নির্দেশ কার্যকর করা হয়েছে: জানিয়ে রাখি যে, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের পর, এই নতুন ব্যবস্থা সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং নিয়মটি দ্রুত কার্যকর হয়েছে। দীর্ঘদিন ধরে এই পরিকল্পনাটির বিষয়ে কাজ করা হচ্ছিল। এখন তা বাস্তবায়িত হয়েছে। আশা করা হচ্ছে এটি কেবল সাধারণ মানুষকে স্বস্তি দেবে না, বরং রাজ্যের জন্য অর্থনৈতিক সুবিধাও বয়ে আনবে।

কেন এই সিদ্ধান্ত নেওয়া হল: আসলে সরকার ধীরে ধীরে পুরনো এবং অধিক দূষণ সৃষ্টিকারী যানবাহন বন্ধ করে নতুন ও অধিক পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার করতে চায়। এতে বাতাসের মান উন্নত হবে এবং জ্বালানি খরচ কমবে। এছাড়াও, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে বিশেষ ইনটেনসিভ পাওয়ার পথও খুলে গেছে।
কর ছাড় পাওয়ার প্রক্রিয়া কেমন হবে: উল্লেখ্য যে, যদি কোনও যানবাহন মালিক এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাদের একটি স্বীকৃত স্ক্র্যাপ সেন্টারে তাঁর পুরানো গাড়ি স্ক্র্যাপ করাতে হবে। স্ক্র্যাপ করার পরে, গাড়ির মালিক একটি সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেটের ভিত্তিতে, একই ক্যাটাগরির নতুন গাড়ি কিনলে কর ছাড় দেওয়া হবে। মাথায় রাখতে হবে যে, স্ক্র্যাপিং সার্টিফিকেট ছাড়া এই সুবিধা পাওয়া যাবে না।
আরও পড়ুন: ‘পাকিস্তানকে উৎখাত করুন, ভারতের সঙ্গে আছি’, জয়শঙ্করকে খোলা চিঠি দিয়ে জানালেন বালোচ নেতা
এই কর অব্যাহতি কতদিনের জন্য বৈধ থাকবে: এই কর অব্যাহতি ব্যক্তিগত যানবাহন এবং বাণিজ্যিক যানবাহনের জন্য বিভিন্ন সময়ের জন্য বৈধ থাকবে। পরিবহণ সংক্রান্ত যানবাহনের জন্য এই সুবিধা একটি নির্দিষ্ট সময়ের জন্য উপলব্ধ থাকবে। যেখানে ব্যক্তিগত যানবাহনের জন্য এই সময়কাল হবে দীর্ঘ। তবে আসল লক্ষ্য হল এই প্রকল্প থেকে যত বেশি সম্ভব মানুষ উপকৃত হন তা নিশ্চিত করা।
বর্তমান করের হার: উল্লেখ্য যে বর্তমানে, উত্তরাখণ্ডে রেজিস্ট্রেশন ট্যাক্স গাড়ির দামের ওপর নির্ভর করে। ২ চাকার এবং ৪ চাকার গাড়ির জন্য বিভিন্ন স্ল্যাব রয়েছে। দামি যানবাহনের ওপর করের হার বেশি। যা মোট পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় নতুন কোচ! দায়িত্ব নেবেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ খেলোয়াড়
কত সাশ্রয় হবে: এই নতুন ব্যবস্থার ফলে উল্লেখযোগ্য কর সাশ্রয় হবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে কর এক চতুর্থাংশ পর্যন্ত কমানো যেতে পারে। অন্যদিকে বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রেও স্বস্তি মিলবে। গুরুত্বপূর্ণভাবে, পুরনো BS-1 এবং BS-2 যানবাহন স্ক্র্যাপ করার ফলে সবচেয়ে বেশি সুবিধা মিলবে। এদিকে, দামি যানবাহনের জন্য হাজার হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত কর সাশ্রয় সম্ভব।












