৫০০ টাকা রান্নার গ্যাস, বিনামূল্যে বিদ্যুৎ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুশির হাওয়া রাজ্যজুড়ে

বাংলা হান্ট ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচন। আর তার আগেই বিরাট ঘোষণা গেহলট সরকারের। রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিল রাজস্থান সরকার (Rajasthan Government)। কর্নাটকের মতই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) বুধবার রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন।

এদিন মুখ্যমন্ত্রী গেহলট জানান, ১০০ ইউনিট অবধি বিদ্যুৎ খরচ হলে, তার জন্য কোনও বিল দিতে হবে না রাজ্যের সাধারণ মানুষকে। অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় ১০০ ইউনিট অবধি বিদ্যুৎ পাওয়া যাবে। এর পরের ১০০ ইউনিটের জন্যও দাম নির্ধারিত করে দিয়েছে রাজ্য সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনের (Rajasthan Assembly Election 2023) আগে রাজ্য সরকারের এই ঘোষণা কংগ্রেসকে ভালো জায়গায় রাখবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

বুধবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, জনসাধারণের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ার উপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দিতে তিনি একটি টুইট করে বলেন, ‘মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ শিবির ও জনসাধারণের সঙ্গে কথা বলে জানা গিয়েছিল যে ইলেকট্রিসিটি বিলে স্ল্যাব ভিত্তিক সারচার্জে কিছুটা পরিবর্তন দরকার। মে মাসে বিদ্যুতের বিলে জ্বালানির সারচার্জ নিয়েও জনগণের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ashok gehlot 12da

এদিন তিনি আরও বলেন, ‘১০০ ইউনিট অবধি বিদ্যুৎ খরচের ক্ষেত্রে কোনও বিল দিতে হবে না। অগ্রিম কোনও বিলও দিতে হবে না। যে সমস্ত পরিবারের ১০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয়, তাদেরও প্রথম ১০০ ইউনিটের উপরে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে। বিদ্যুতের বিল যতই হোক না কেন, প্রথম ১০০ ইউনিটের জন্য কোনও খরচ দিতে হবে না।’

গেহলট টুইটে লেখেন, ‘বিশেষ করে মধ্যবিত্তদের কথা মাথায় রেখে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত গ্রাহকরা ২০০ ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের প্রথম ১০০ ইউনিট অবধি বিনামূল্যে বিদ্যুৎ তো দেওয়া হবেই, পাশাপাশি ২০০ ইউনিট অবধি ফিক্সড চার্জ, জ্বালানি সারচার্জ ও অন্যান্য সমস্ত চার্জও মকুব করা হচ্ছে। এগুলির কোনওটির চার্জ গ্রাহকদের দিতে হবে না, রাজ্য সরকার এই অর্থ ব্যয় করবে।’

এই বছরই রয়েছে রাজস্থানে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে রাজ্য সরকারের এই ঘোষণা কংগ্রেসের ভোটব্যাঙ্কে বিশেষ প্রভাব ফেলবে বলেই মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের। এর আগে গত ডিসেম্বর মাসে অশোক গেহলট রান্নার গ্যাসের উপরে ভর্তুকি ঘোষণা করেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, বছরে ১২টি এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে গৃহস্থদের ৫০০ টাকা দিতে হবে মাত্র, যা সিলিন্ডার পিছু এলপিজি গ্যাসের দামের অর্ধেকেরও কম।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর