আদৌ খেলা হবে? দেবাংশু তমলুকে প্রার্থী হতেই TMC ছেড়ে BJP-তে কয়েকশো সংখ্যালঘু পরিবার

বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা নির্বাচন। শাসক থেকে বিরোধী, সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। আর সাথেই জমে উঠেছে দলবদলের খেলা। আর এরই মধ্যে নন্দীগ্রামে (Nandigram) তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন কয়েকশো সংখ্যালঘু পরিবার। জানা যাচ্ছে, তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের (Panchayat) সদস্য সহ একাধিক পদাধিকারীরারাও ঘাসফুল ছেড়ে নাম লিখিয়েছেন পদ্মে।

জানা যাচ্ছে, নন্দীগ্রাম ১ ব্লকের নন্দীগ্রাম, হরিপুর, সামসাবাদ, ভেকুটিয়া, মহম্মদপুর, কেন্দেমারী, দাউদপুর, কালিচরণপুর অঞ্চল থেকে আসা পাঁচশো সংখ্যালঘু পরিবার গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিজেপিতে যোগদানকারী প্রাক্তন তৃণমুল গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্বাস বেগ।

রবিবার বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পালের হাত থেকে পতাকা নিয়ে এই তৃণমূল নেতা কর্মীরা বিজেপিতে যোগ দেন। প্রসঙ্গত রবিবার ২০২৪ লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তমলুক থেকে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। আর সেই দিনই তৃণমূলে বড়সড় ভাঙন।

প্রসঙ্গত, গত বছর ৫ আগস্ট নন্দীগ্রামের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, সংখ্যালঘু এলাকায় বিজেপির সংগঠন বাড়ানোর ওপর জোর দিতে হবে। নন্দীগ্রাম ১ ব্লকের বিজেপি পরিচালিত হরিপুর এক সংখ্যালঘু বিজেপি সদস্যকেই গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়। আর লোকসভা ভোটের আগেই এবার ৫০০ সংখ্যালঘু পরিবার বিজেপিতে।

tmc bjpp

আরও পড়ুন: বৃহস্পতি-শুক্রে টানা ৪৮ ঘণ্টা ঝড়-বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, আজ কেমন থাকবে আবহাওয়া?

এদিকে ভোটের আগে তৃণমূলে এই ভাঙনের জন্য দলকেই দুষছেন নন্দীগ্রামের হেভিওয়েট তৃণমূল নেতা, তথা তৃণমূল রাজ্য কমিটির সদস্য শেখ সুফিয়ান। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় যারা দায়িত্বে ছিলেন, তারা অনেককেই দল মর্যাদা দেয়নি। তাই তারা বিজেপিতে চলে গেছেন। দল সঠিক মর্যাদা দিলে এমনটা হত না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর