এবার ৫০০কলেজকে পাখির চোখ করে নামছে ABVP

Published On:

বাংলাHunt :রাজ্যে বিজেপির রকেট উত্থানের পথ থেকে চারিদিকে যুব মোর্চা, মহিলা মোর্চা, ভারতীয় মজবুত ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে সমস্ত সংগঠনকে দ্রুতগতিতে এগিয়ে আসছে।

সেই খাতে পিছিয়ে নেই বিজেপি ছাত্র ইউনিয়ন। এবিভিপি গতকাল দাবি করেছেন ৫০০ টি কলেজকে টার্গেট করেছে তারা পথে নামছেন এবং সেখানে তাদের মূল উদ্দেশ্য থাকবে ছাত্র-ছাত্রীদের সঠিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং তোলাবাজি মুক্ত কলেজ।

সাম্প্রতিক বেশ কয়েকবার তৃণমূলের উপর অধিকাংশ কলেজ থাকায় তাদের উপর শাসনের দায়িত্বটা কার্যত ভুল এবং ব্যর্থ প্রমাণ হয়েছে।

এবিভিপি তাদের নেতাদের বার্তা দিচ্ছেন ছাত্র জীবন থেকে কি করে মানুষের জন্য কাজ করা যায়। এবং সঠিক উদ্দেশ্য পৌঁছানো যায়।

X