বিশেষ সম্প্রদায়কে সুবিধা করে দিচ্ছে! সরকারের তোষণ নীতির প্রতিবাদে ‘ভূমি-সমাধি’ হিন্দুদের

বাংলাহান্ট ডেস্ক : এ এক অদ্ভুত ধরনের প্রতিবাদ। রাজস্থানের (Rajasthan) ভরতপুরে (Bharatpur) গহলৌত সরকারের (Ashok Gehlot) বিরুদ্ধে যে ভবে বিক্ষোভ দেখানো হচ্ছে তা এক কথায় নজিরবিহীন। এখানে হিন্দু সমাজের ৫১ জন প্রতিনিধি মাটিতে গর্ত খুঁড়ে সেখানে বসে রয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ অশোক গহলৌতের সরকার মুসলিমদের একাধিক বিষয়ে নানান সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছে। যত তাঁদের দাবি পুরো হবে না ততদিন তাঁরা এভাবেই বিক্ষোভ দেখাবেন।

এরই সঙ্গে তাঁরা আরও হুমকি দেন, সরকার তাঁদের দাবি শুনতে বেশি করলে তাঁরা ট্রেন অবরোধও করবে। ডিগ মহকুমায় ভরতপুর-আলওয়ার হাইওয়ের ধারে এই অভিনব বিক্ষোভ চলছে বিগত ১৬ দিন ধরে। এর আগে তাঁরা হাইওয়ে অবরোধও করেন। বুধবার থেকেই ৫১ জন বিক্ষোভ ভুমি-সমাধি নিয়েছেন। জানা যাচ্ছে, মোট ৫১ টি গর্ত খোঁড়া হয়েছে। দিনে এবং রাতে পাল্টে পাল্টে বিক্ষোভকারী তাতে বসে থাকেন। ২৯ জুন অলওয়ার ভরতপুর হাইওয়ে অবরোধ করে এই আন্দোলন শুরু হয়।

জানা যাচ্ছে, ডীগ পঞ্চায়েত সমিতির ৯টি গ্রাম পঞ্চায়েতকে সংযুক্ত করে সীকরী এবং নগর পঞ্চায়েত সমিতির সঙ্গে জুড়ে দিতে চাইছে গহলৌত সরকার। এটা হলে তাহলে এই ৯ টি গ্রাম পঞ্চায়েত থেকে পুলিশ থানা এবং সরকারি দফতরের দূরত্ব অনেক বেশি হয়ে যাবে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, বিজেপি কিষান মোর্চার রাজস্থানের রাজ্য সভাপতি নেম সিং। তিনি বলেন, ‘ রাজস্থান সরকারের প্রত্যকটি পদক্ষেপ শুধুমাত্র মুসলিম তোষণ করার জন্যই করে। তাই এই পরিকল্পনা নষ্ট করতেই আমাদের এই আন্দোলন।’ আন্দোলনকারীরা বলেন তাঁরা কোনও ভাবেই গহলৌত সরকারকে এই ঘৃণ্য চক্রান্তে সফল হতে দেবেন না। এখন দেখার আন্দোলনকারীদের দাবি কিভাবে মেটায় অশোক গহলৌত শাসিত রাজস্থান সরকার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর