আদিবাসীদের উপর অকথ্য অত্যাচার, ৫৩ জনকে গুলি করে হত্যা! হিংসার আগুনে জ্বলছে দেশ

বাংলা হান্ট ডেস্ক : গত কয়েক মাসে পাপুয়া নিউগিনি (Papua New Guinea) থেকে একাধিক সহিংসতার খবর সামনে এসেছে। যদিও সরকার বারবার দাবি করেছে যে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার সবরকম চেষ্টা চলছে। তবে যখনই সরকারের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে তখনই কোথাও না কোথাও শুরু হয়ে যাচ্ছে সংঘর্ষ।

সম্প্রতি খবর মিলেছে আদিবাসী হামলায় কম করে হলেও ৫৩জন মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে অস্ট্রেলিয়ান মিডিয়া জানিয়েছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রে দুর্গম উচ্চভূমি অঞ্চলের এনগা প্রদেশে অতর্কিত হামলা চালানো হয়েছে। এই সংঘর্ষে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছে বহু।

সংঘর্ষের পর পাপুয়া নিউ গিনি কনস্ট্যাবুলারির ভারপ্রাপ্ত সুপার জর্জ বলেন, পুলিশ সমস্ত মৃতদেহ খুঁজে বের করেছে। রাস্তার ধার, নদীর তীর থেকে লাশ তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ট্রাকে করে এসব লাশ তুলে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানে মৃত এবং আহতদের পরিসংখ্যান গণণা করা হচ্ছে বলে খবর।

আরও পড়ুন : অস্তগামী ‘ইন্ডিয়া’ জোট! ভোটের আগেই বড় ধাক্কা দিলেন মেহবুবা মুফতি, করলেন বিরাট ঘোষণা

হাসপাতাল সূত্রে খবর, আহত এবং মৃতের সংখ্যা বেড়ে ৬০ থেকে ৬৫ হতে পারে। এখানে বলে রাখা ভালো, বিশ্বের উন্নয়নশীল দেশের মধ্যে অন্যতম একটা হল পাপুয়া নিউগিনি। দেশটিতে বিপুল সংখ্যক উপজাতী বাস করে। প্রায় ৮০০ টিরও বেশি ভাষায় কথা বলা হয় এখানে। তবে আদিবাসীদের সাথে ঝামেলা লেগেই থাকে।

আরও পড়ুন : আধার বন্ধ হলেই আসবেনা ‘লক্ষ্মীর ভাণ্ডার’র টাকা? বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

এর আগে জানুয়ারি মাসে প্রায় ১৬ জনের মৃত্যু হয়। এই ঘটনার পর দেশে জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রী। একই সাথে তিনি একাধিক সরকারি পুলিশ সদস্যকে বরখাস্তও করেছিলেন তিনি। উল্লেখ্য, এই ঘটনার পর পাপুয়া নিউগিনির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এইদিন অ্যান্টনি আলবানিজ বলেন, ‘পাপুয়া নিউগিনি থেকে যে খবর এসেছে তা খুবই উদ্বেগজনক। আমাদের বন্ধুদের সাহায্য করার জন্য আমরা যা কিছু করতে পারি তা করব।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর