আধার বন্ধ হলেই আসবেনা ‘লক্ষ্মীর ভাণ্ডার’র টাকা? বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্ক : আধার কার্ড (Aadhar Card) নিয়ে হ্যাপার শেষ নেই যেন! এখানে ভুল তো ওখানে নাম নেই, কোথাও জন্ম তারিখ সংশোধন তো কারও নামের ঠিক নেই! সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একাধিক গ্রামে ঘটে গিয়েছে এক অন্যরকম সমস্যা। জানা যাচ্ছে সেখানে একাধিক আধার কার্ড নিষ্ক্রিয় বলে চিঠি এসেছে। বিষয়টি যে বাংলার মুখ্যমন্ত্রীর নজরে এসেছে তা জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বীরভূম থেকে বিষয়টি নিয়ে কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। তার বক্তব্য, কারও সঙ্গে কথা না বলেই আধার কার্ড ‘ডিঅ্যাক্টিভেট’ করা হয়েছে। তিনি বলেন, ‘আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না, আমি আছি। যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনও পরিকল্পনা আছে, বাংলার একটা প্রকল্পকেও আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব না।’

তার আরও বক্তব্য, ‘আমার কাছে খবর আছে অনেকের আধার কার্ডের লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। বর্ধমানের জামালপুরে ৫০ জনের কাটা হয়েছে। বীরভূমেও কাটা হচ্ছে। বিভিন্ন জায়গায় হচ্ছে এটা। প্রথমে বলেছে আধার না হলে তুমি চোখে দেখবে আঁধার। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনও সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি আধারের সঙ্গে এটা করছ, লজ্জা করে না? রেশন, লক্ষ্মীর ভাণ্ডার যাতে না পায় তার জন্য এসব। আমি আমার মুখ্যসচিবের সামনেই বলছি, আমাদের এখানে কোনও প্রকল্পের টাকা যাতে বন্ধ না হয়।’

আরও পড়ুন : মাধ্যমিকের নম্বর নিয়ে আরও কড়াকড়ি হল পর্ষদ, জারি হল নয়া নিয়ম

বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রের দিকে তোপ দাগেন যে, এখন বসন্ত চলে এসেছে তাই এখন কোকিল ডাকার সময় কিন্তু কেন্দ্র কোকিলের কুহু কূজন থামিয়ে ‘ক্যা ক্যা’ করে চলেছে। তার কথায়, ‘আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে। কা কা করতে শুরু করেছে আবার। বসন্তে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দিচ্ছে না। এক মাস বাদে বা এক মাসের মধ্যে ভোট ঘোষণা হবে। তার আগে সব কেড়ে নিচ্ছে। একজনের নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে নজর রাখুন।’

আরও পড়ুন : ধর্মান্তকরণ করলেই আর রক্ষে নেই! ক্ষমতায় এসেই বিল আনল ছত্তিসগড়ের বিজেপি সরকার

untitled design 20231112 170717 0000.jpg

যদিও রাজ্যের উত্তপ্ত বিষয় সন্দেশখালি নিয়ে উচ্চবাচ্য করতে দেখা যায়নি তাকে। বীরভূমে গিয়ে জেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি সকলের উদ্দেশ্যে মমতা বলেন যে, আরও অন্য কোথাও আধার কার্ড বাতিল হলে সেদিকে নজর দিতে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় এও নির্দেশ দেন যে, ব্যাঙ্কের ক্ষেত্রে যদি আধার কার্ড নিয়ে সমস্যা হয় তাহলে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিকে কাজে লাগাতে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর