১৫০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন! দেখুন বাজারের সেরা কয়েকটি ফোনের তালিকা

বাংলাহান্ট ডেস্ক : শয়ে শয়ে স্মার্টফোনের (Smartphone) মধ্যে থেকে মনের মতো একটা সেট বেছে নেওয়া যেন একটা শিল্প। কেনার আগে দেখে নিতে হয় ফোনের ফিচার, পারফর্মেন্স প্রভৃতি। শুধু তাই নয়, বর্তমানে বেশ কয়েকটি জায়গায় 5G পরিষেবা চালু হওয়ার পর থেকেই স্মার্টফোনের বাজারেও এসেছে এক যুগান্তকারী বিপ্লব।

বলা বাহুল্য, ভারতেও ইতিমধ্যেই বিভিন্ন স্মার্টফোন কোম্পানি ৫জি ফোন লঞ্চ করেছে। তবে অনেকেই মনে করেন যে, 5G ফোনের দাম অন্যান্য 4G ফোনের তুলনায় অনেকটাই বেশি। কিন্তু এই বিষয়ে বলে রাখা দরকার, ভারতেও কম দামে বেশ কিছু 5G স্মার্টফোন রয়েছে। তাহলে, ১৫,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন কিনতে চাইলে এক নজরে দেখে নিন এই প্রতিবেদন।

Samsung Galaxy M14 : 5G ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির PLS LCD ডিসপ্লে। এটি ফুল HD+ রেজোলিউশন সহ পাওয়া যায়। এই ফোনের সবচেয়ে বিশেষ বিষয় হল এর 5 nm অক্টা-কোর প্রসেসর। Galaxy M14 5G ফোন দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। সেই দুটি মডেল হল 4 জিবি RAM ও 128 জিবি স্টোরেজ এবং ৬ জিবি RAM ও 128 জিবি স্টোরেজ। এছাড়াও এতে একটি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা রয়েছে। ব্যাটারির ক্ষমতা 6000 mAH। ফোনটির মূল্য ১৪৪৯০ টাকা।

IQOO Z6 Lite : এই ফোনের দাম শুরু ১৩,৯৯৯ টাকা থেকে। এই ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 4 Gen 1 প্রসেসর। এই ফোন দুটি বিকল্পে পাওয়া যাচ্ছে। এর মধ্যে একটি হল 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমোরি। আরেকটি হল 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমোরি। এতে রয়েছে 120 Hz FHD+ ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। এতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স।

teenager technology millennial community cellphone smartphones millenial b913ac8c f17c 11e9 be9e d0f913dac911

Redmi note 12 : এই ফোনেই রয়েছে 6.67 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। Redmi Note 12 – এ রয়েছে Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর। সেইসঙ্গে প্রসেসরে পাবেন 5G কানেক্টিভিটি। থাকছে UFS 2.2 স্টোরেজ ও LPDDR4X RAM। 4 GB RAM + 128 GB স্টোরেজ ও 6 GB RAM + 128 GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi Note 12। ফোনের পিছনে কিছুটা উঁচু ক্যামেরা মডিউলে রয়েছে 3টি ক্যামেরা। ম্যাট ব্ল্যাক, মিস্টিক ব্লু ও ফ্রস্টেড গ্রিন কালারে পাওয়া যাবে Redmi Note 12। ফোনটির দাম ১৪৯৯৯ টাকা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর