বাংলা হান্ট ডেস্কঃ ভোরে রান্না করার সময়ই ঘটল অঘটন। বৃহস্পতিবার ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের ৬ জনের। মর্মান্তিক এই সকালে ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) পানিপথে। জানা গিয়েছে, মৃতরা সকলেই উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুরের (Islampur) জাকির বস্তির বাসিন্দা ছিলেন। জীবিকা নির্বাহের জন্য পাড়ি দিয়েছিলেন ভিনরাজ্যে।
পরিবার সূত্রে খবর , মৃতদের নাম মহম্মদ করিম (৪০), আফরোজা বেগম (৩৮), ইসরাত (১৮), রেশমা (১৪), আব্দুস (১০), আফফান (৬)। এদের মধ্যে মহম্মদ করিম কার্পেট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। নিত্যদিনের মত বৃহস্পতিবারও ভোরবেলা উঠে আফরোজা বেগম রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার ধরাতে যান। সেই সময়ই ঘটে অঘটন।
ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান বাবা, মা সহ চার সন্তান। অন্যদিকে, ভিনরাজ্যে তাঁদের মৃত্যুর এই খবর ইসলামপুরে পরিবারের কাছে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন সকলে। পাশাপাশি গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পানিপথে ভাড়া বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বাবা, মা সহ চার সন্তানের। তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন খোদ জেলার পুলিশ সুপার। তবে মৃতদের দেহ রাজ্যে নিয়ে আসার কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি।