বাংলা হান্ট ডেস্ক : ফের টাকার বিনিময়ে পদ দেওয়ার ঘটনায় সরগরম বঙ্গ রাজনীতি। অঞ্চল সভাপতির পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের ( TMC ) এক ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ( Murshidabad ) জলঙ্গিতে।
অভিযোগ, রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে অঞ্চল সভাপতির পদ দেওয়ার কথা দিয়ে জলঙ্গি উত্তর ব্লকের তৃণমূল সভাপতি বিষ্ণুপদ সরকার ছ’লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগকারী খয়রামারি অঞ্চলের বাসিন্দা। রফিকুলের অভিযোগ, বিষ্ণুপদবাবুকে তিনি তিন দফায় মোট ৬ লক্ষ ১৮ হাজার টাকা দেন। কিন্তু টাকা দিয়েও খয়রামারির অঞ্চল সভাপতির পদ দেওয়া হয়নি তাঁকে। অন্য একজনকে এই পদ দেওয়া হয়। পদ না পেয়ে তিনি টাকা ফেরত চাইলে, বিষ্ণুপদবাবু তাঁকে হুমকি দিতে থাকেন।
বৃহস্পতিবার বিষ্ণুপদর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রফিকুল। একই সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়ে ই-মেলও করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনা সামনে আসতেই বেজায় অস্বস্তিতে তৃণমূল শিবির। কটাক্ষ করার সুযোগ ছাড়েনি বিরোধীরাও। ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, ‘এটা নতুন কিছুই নয়। চিরকালই তৃণমূল টাকার বিনিময়ে দলে পদ দিয়ে এসেছে। ওখানে যোগ্যতা নয়, টাকাটাই আসল বিষয়। এবার টাকা দিয়ে পদ পাইনি বলে ঘটনাটি সামনে এল।’
সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক ইউনুস সরকার জানান, ‘আসলে এটাই তৃণমূলের কালচার। এই দলের ছোট থেকে বড় সকলেই চোর।’ এই প্রসঙ্গে জলঙ্গির তৃণমূল বিধায়ক জানান, ওই ব্যক্তি জেলাস্তরে অভিযোগ জানিয়েছেন। জেলার নেতারাই এই ঘটনা খতিয়ে দেখবেন।