বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে মিনি ডায়মন্ডস ইন্ডিয়া লিমিটেডের পেনি স্টক। যেটি সোমবার প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পায়। মূলত, কোম্পানির প্রাপ্ত একটি নতুন ওয়ার্ক অর্ডারের কারণে স্টকে এই বিপুল বৃদ্ধি ঘটে। তবে, বাজার বন্ধের সময়ে এই স্টকটি ১০.১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৬.৫৫ টাকায় বন্ধ হয়েছে।
এই স্টকে (Share Market) বিপুল বৃদ্ধি:
মিলেছে বড় অর্ডার: এক্সচেঞ্জের কাছে দেওয়া এক বিবৃতিতে মিনি ডায়মন্ডস লিমিটেড জানিয়েছে যে, সংস্থাটি ৫ জানুয়ারি, ২০২৬ তারিখে হংকংয়ের এক ক্লায়েন্টের কাছ থেকে ১৬,৬৫,০০,০০০ টাকার কাজ পেয়েছে। কোম্পানিটি ল্যাবে তৈরি হিরের কাজ পেয়েছে। অর্ডারটি ৩ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। পাশাপাশি, ১৫০ দিনের মধ্যে পেমেন্ট সম্পন্ন হবে।

শেয়ারের দামে বৃদ্ধি: সোমবার BSE-তে মিনি ডায়মন্ডস ইন্ডিয়া লিমিটেডের স্টকের দাম ২৫.৬৫ টাকায় খোলে। এই কোম্পানির স্টকের দাম এক সময়ে ২০ শতাংশ বেড়ে BSE-তে ইন্ট্রাডে হাই-তে ২৮.৯২ টাকায় পৌঁছে যায়। তবে, স্টকটি প্রফিট বুকিংয়ের শিকার হয়। যার ফলে মার্কেট ক্লোজিংয়ের টাইমে সময় মিনি ডায়মন্ডস ইন্ডিয়া লিমিটেডের স্টকের দাম ১০.১৭ শতাংশ বেড়ে ২৬.৫৫ টাকায় দাঁড়িয়ে থাকে। জানিয়ে রাখি যে, কোম্পানিটির স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর হল ৪৩.৬০ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর হল ১৯.৫০ টাকা। সংস্থাটির মার্কেট ক্যাপ হল ৩১২ কোটি টাকা।
আরও পড়ুন: চলতি মাসের এই দিনে দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট! দুর্ভোগ এড়াতে আগেভাগে সেরে রাখুন প্রয়োজনীয় কাজ
জানিয়ে রাখি যে, গত মাসে এই কোম্পানির স্টকের দাম ১৪ শতাংশ কমেছে। যেখানে সেনসেক্স ইনডেক্স ৭.৮৫ শতাংশ বেড়েছে। মিনি ডায়মন্ডস ইন্ডিয়া লিমিটেডের শেয়ারের দাম ২ বছরে ৬৩৯ শতাংশ বেড়েছে। এদিকে, এই পেনি স্টকটি ৫ বছরে ৬,০৭৪ শতাংশ রিটার্ন প্রদান করেছে।
আরও পড়ুন: বাংলাদেশে নিষিদ্ধ হল IPL সম্প্রচার! বিবৃতির মাধ্যমে কী জানাল ইউনূস সরকার?
স্টকটি ৫ ভাগে বিভক্ত হয়েছে: উল্লেখ্য যে, এই কোম্পানির স্টক ৫ ভাগে বিভক্ত করা হয়েছে। ২০২৫ সালে, স্টকটি তার শেয়ার ৫ ভাগে বিভক্ত করে।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












