দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেই ব্যাটিং ঝড় দেখালেন এবি ডিভিলিয়ার্স। ক্রিকেটে ফিরেই তিনি বুঝিয়ে দিলেন যে, ডিভিলিয়ার্স এখনো আগের মতই আছেন। মাত্র 21 বলে হাফ সেঞ্চুরি করলেন। তার এই ইনিংস দেখে ভক্তরা বুঝলেন যে ডিভিলিয়ার্স হারিয়ে যান নি, সেই আগের ডিভিলিয়ার্সই আছেন। এতদিন যারা ডিভিলিয়ার্স এর ব্যাটিং মিস করছিলেন বাইশগজে নেমেই তাদের মন ভরিয়ে দিলেন ডিভিলিয়ার্স। দিনের শেষে মাত্র 24 বলে 61 রানের ইনিংস খেললেন ডিভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হয়েছিল ক্রিকেটের সম্পূর্ণ একটি নতুন ফরম্যাট টি-থ্রী ক্রিকেট। কয়েক দিন ধরে ক্রিকেটের এই নতুন ফরম্যাট নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। একটি ম্যাচে অংশগ্রহণ করেছিল একসাথে তিনটি দল। ক্রিকেটের ইতিহাসে যা আগে কখনোই হয়নি। প্রথমবার এমন ম্যাচ করে বিশ্বকে চমকে দিল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের নাম দেওয়া হয়েছিল সলিডারিটি কাপ। এর মূল উদ্দেশ্য ছিল এই ম্যাচ থেকে যে পরিমাণ অর্থ উপার্জন হবে সেই অর্থ খরচ করা হবে করোনার বিরুদ্ধে লড়াই করার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম কেনার কাজে।
এই ম্যাচে নেমেই কার্যত ব্যাটিংয়ে ঝড় তুললেন এবি ডিভিলিয়ার্স। ডিভিলিয়ার্সকে দেখে একবারের জন্যও মনে হয়নি যে তিনি এক বছরেরও বেশি সময় আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিন দলের এই ম্যাচে জয়ী হয়েছে এবি ডি ভিলিয়ার্সের দল দ্য ঈগল।