Ekchokho.com 🇮🇳

‘ঘুরপথে’ অন্য পদে নিয়োগ করা করা হবে ২৬০০০ চাকরিহারাদের? SSC মামলার মাঝেই বড় খবর

Published on:

Published on:

ssc recruitment

বাংলা হান্ট ডেস্কঃ ২৬০০০ চাকরি ইস্যুতে জট অব্যাহত। ২০১৬ সালের এসএসসি-র (SSC Recruitment) গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে একধাক্কায় চাকরি হারিয়েছেন হাজার হাজার। নতুন করে নিয়োগ প্রক্রিয়া নিয়ে পদক্ষেপ করা হলেও এসএসসি নিয়ে এখনও জটলা রয়েছে। আদালতে একাধিক মামলা চলছে। তবে এরই মধ্যে রাজ্যের কয়েক হাজার প্যারাটিচারদের (Para Teachers) জন্য সুখবর আসতে চলেছে বলে শোনা যাচ্ছে।

নাম বদলে নয়া কৌশলে নিয়োগ? SSC Recruitment

সূত্রের খবর, পার্শ্ব-শিক্ষকদের বেতন কাঠামোয় পরিবর্তনের পাশাপাশি তাদের পদের নতুন নামকরণও হতে পারে। সেই পদের নাম রাখা হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক (Additional Assistant Teacher)। এখানেই একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে। নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারানো ২৬ হাজার শিক্ষকদের রাজ্য সরকারের ঘুরপথে এই পদে নিয়োগ করার পরিকল্পনা থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

এখানে উল্লেখ্য, শিক্ষার অধিকার আইন অনুযায়ী, নতুন করে প্যারাটিচার পদে নিয়োগে বিধিনিষেধ জারি রয়েছে। সেক্ষত্রে কৌশল করেই এই নতুন নামকরণ করা হতে পারে বলে মনে করছে অভিজ্ঞমহল। পাশাপাশি পার্শ্ব-শিক্ষকদের বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে পারে। একাধিক মিডিয়া রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে।

একধাক্কায় বাড়তে পারে বেতন

রিপোর্টে দাবি করা হচ্ছে, নয়া বেতন কাঠামোর ফলে প্রাইমারি প্যারাটিচারদের সম্ভাব্য বেতন বৃদ্ধি পেয়ে ৩৫ হাজার টাকায় পৌঁছে যেতে পারে। একইভাবে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে প্যারাটিচারদের বেতন বেড়ে হতে পারে ৪০ হাজার টাকা, যা সহকারী শিক্ষকদের শুরুর বেতনের কাছাকাছি।

আরও পড়ুন: ‘গোমাংস খেতে, হিন্দু দেবদেবীর ছবি মুছতে জোরজবরদস্তি’, শাহবাজকে বিয়ে করে মহা বিপাকে আরতি!

যদিও এই সমস্ত বিষয়ে সরকার তরফে এখনও কোনও আপডেট মেলেনি। সরকার তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকে নজর থাকবে সকলের। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিলের মামলার জল পরবর্তী কোন দিকে গড়ায়, সেই বিষয়টিও বিবেচ্য এই ক্ষেত্রে।