বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ২০২৪ সালের রাজ্য বাজেটে শেষবার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। তার আগে জানুয়ারি মাস থেকে চার শতাংশ হারে বর্ধিত মহার্ঘ ভাতা পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা।
যদিও চলতি বছরের মধ্যে দুবার মোট ৮ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি পেলেও রাজ্য সরকারি কর্মচারীরা তাতে খুশি নন। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে এখনো আন্দোলন জারি রেখেছেন কর্মচারীরা।তবে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য বেশ কিছু রাজ্যেও এই দাবি উঠেছে।
আরোও পড়ুন : ফের নজরে কোনও প্রভাবশালী? একযোগে কলকাতা সহ ৬ জায়গায় ইডির হানা, প্রাণ ওষ্ঠাগত অনেকের
কর্ণাটকের রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশন জারির দাবি করে আসছিলেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কর্মচারীদের উদ্দেশ্যে বার্তা, কেন্দ্রীয় হারেই তো রাজ্য সরকার মহার্ঘ ভাতা দিয়ে থাকে। যদিও কর্নাটকে এখনো পশ্চিমবঙ্গের মতো ষষ্ঠ বেতন কমিশন চালু রয়েছে।
আরোও পড়ুন : এই রেশন কার্ডে মাত্র ৪২৮ টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার! ভোটের আগে চমকে দেওয়া ঘোষণা রাজ্য সরকারের
বেতন এবং ডিএ-র হার সংশোধনের দাবি বহুদিনের কর্নাটকের রাজ্য সরকারি কর্মচারীদের। বিগত বিজেপি সরকারের আমলেই প্রাক্তন আমলা সুধাকর রাওয়ের সভাপতিত্বে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়। কর্ণাটকের বর্তমান সরকার দ্বিতীয় দফায় সেই কমিশনের মেয়াদ বৃদ্ধি করেছে। ২০২৪ সালের ১৫ মার্চ এই কমিশনের মেয়াদ করা হয়েছে।
প্রসঙ্গত, আজ থেকে প্রায় আট বছর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু হয়। এতগুলো বছর কেটে যাওয়ার পরেও কর্নাটকের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করা যায়নি। গত বিধানসভা নির্বাচনের আগে এই ব্যাপারে আশ্বাস দেওয়া হলেও এখনো তা কার্যকর হয়নি।