এয়ার ইন্ডিয়ায় করোনা হামলা, আক্রান্ত ৫ বিমানচালক সহ ৭

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে ( india) প্রতিদিনই বেড়ে চলেছে করোনার ( corona virus) থাবা। ডাক্তার, আধাসেনা, ব্যাংক, সাংবাদিকদের পর এবার এয়ার ইন্ডিয়ায় ( air india) করোনায় আক্রান্ত ৭। যাদের মধ্যে ৫ জন বিমানচালক বলে জানা গিয়েছে। উড়ানের ৭২ ঘণ্টা আগে নিয়মমাফিক পরীক্ষার পর ওই বিমানচালক ও টেকনিশিয়ানদের দেহে করোনা-সংক্রমণের খোঁজ মিলেছে। প্রত্যেককেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

images 2020 05 10T162127.533

জানা যাচ্ছে, ঐ বিমানকর্মীদের প্রত্যেকেই মুম্বাইয়ের বাসিন্দা। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ওই বিমানচালকেরা শেষ বার গত ২০ এপ্রিল বিমান চালিয়েছিলেন। কিছুদিন আগে দিল্লি থেকে একটি মালবাহী বিমানে করে চিকিৎসা সরঞ্জাম, ওষুধপত্র নিয়ে চিনের গুয়াংঝৌ-তে গিয়েছিলেন তারা। এরপর রুটিনমাফিক করোনা পরীক্ষায় প্রত্যেকের দেহেই করোনা সংক্রমণ ধরা পড়েছে। এই খবরে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে কর্মীদের মধ্যে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ থেকে ভারতীয়দের ফেরত আনার জন্য বন্দে ভারত মিশন (Vande Bharat Mission), আর সমুদ্র সেতু অভিযান (Samudra Setu Mission) চালাচ্ছেন। সমুদ্র সেতু অভিযান সম্পূর্ণ করার জন্য গতকালই ভারতীয় নৌসেনার দুটি জাহাজ মালদ্বীপের দিকে রওনা দিয়েছে।

৭ মে থেকে ১৩ মে ভারত সরকার বিশেষ বিমানে প্রবাসীদের ফিরিয়ে আনবে। জানা যাচ্ছে, ১০টি বিমান পাঠানো হবে আরব আমিরশাহিতে, ৭টি বিমানে প্রবাসীরা ফিরবে মার্কিন মুলুক থেকে, ৭ বিমান বরাদ্দ ব্রিটেনে আটকে থাকা যাত্রীদের জন্যও ৷ সৌদি আরবে পাঠানো হবে ৫টি বিমান, ৫টি বিমান যাবে সিঙ্গাপুরে এবং ২টি কাতারে৷ এই সব অঞ্চলের অনেকগুলিতেই করোনা সংক্রমণ ভারতের তুলনায় কয়েকগুন বেশি যার জেরে আতঙ্ক বাড়ছে


সম্পর্কিত খবর