ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের এই সব জেলায়

বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার ভোলবদল। আজ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে। যদিও শীতের আমেজ নেই বললেই চলে।
এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আজ আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির হতে পারে পশ্চিম মেদিনীপুর জেলায়। জারি হয়েছে সতর্কতা।
রাজ্যের অধিকাংশ জেলায় আজ শুষ্ক থাকবে আবহাওয়া। কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। তবে আজ রাজ্যের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি আজ বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামও।
আগামিকাল, শুক্রবার থেকে ফের রাজ্যে শুষ্ক আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে। কলকাতায় আজ, দিনভর আংশিক মেঘলা থাকবে আকাশ। আগামী দু’দিন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। নতুন সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে পারে।
কলকাতায় আজ, সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজও তেমনই থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। আগামী ৪ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
weather rain h
উত্তরবঙ্গের আবহাওয়া: আজ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই দার্জিলিংয়েও হবে বৃষ্টি। এছাড়া উত্তরের কোনও জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর