সরকারি কর্মীদের মাথায় বাজ! হঠাৎ DA সংক্রান্ত বিজ্ঞপ্তি ফিরিয়ে নিল রাজ্য, তুঙ্গে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে ডিএ (Dearness Allowance) নিয়ে জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তি ফিরিয়ে নিল রাজ্য সরকার (State Government)। মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) সংক্রান্ত এক বিজ্ঞপ্তি ফিরিয়ে নিয়েছে রাজ্য সরকারের অর্থ দপ্তর। বিজ্ঞপ্তি জারি হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই তা ফিরিয়ে নেওয়া হয়েছে।

হঠাৎ কেন ফিরিয়ে নেওয়া হল বিজ্ঞপ্তি, তা নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে অর্থ দফতর। শুধুমাত্র সংক্ষিপ্ত বার্তা জারি করে জানানো হয়েছে, ডিএ সংক্রান্ত যেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা ফিরিয়ে নেওয়া হচ্ছে। জানিয়ে রাখি, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে স্থায়ী রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতনক্রম সংশোধনের নিরিখে ‘এরিয়ার’ প্রদান করা হবে বলে জানিয়েছিল হিমাচল প্রদেশ সরকার।

পাশাপাশি ২০২২ সালের জুলাই মাস থেকে বর্ধিত মহার্ঘ ভাতা বকেয়া প্রদান করা হবে। এই বিষয়ে রাজ্যের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল। শুধু তাই নয়, কীভাবে সেই টাকা প্রদান করা হবে, তাপ ৪ মার্চের বিজ্ঞপ্তিতেও বিস্তারিতভাবে জানিয়েছিল রাজ্য সরকারের অর্থ দপ্তর।

এরপর ৫ মার্চ অর্থ দফতরের বিজ্ঞপ্তি জারি করে জানায়, ৪ মার্চের যে যে ঘোষণা করা হয়েছিল, তা এখনই কার্যকর হচ্ছে না। ওই বিজ্ঞপ্তি ফিরিয়ে নেওয়া হচ্ছে। এখানে জানিয়ে রাখি, সম্প্রতি ফের এক দফায় ডিএ বেড়েছে (DA Hike) হিমাচল প্রদেশের রাজ্য সরকারি কর্মীদের। টুইট করে নিজেই একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখি।

মুখ্যমন্ত্রী জানান, ২০২২ সালের জুলাই মাস থেকে বর্ধিত মহার্ঘ ভাতা বকেয়া প্রদান করা হবে। এই বিষয়ে রাজ্যের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জানিয়ে রাখি, হিমাচল প্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা এত দিন ৩৪ শতাংশ হারে ডিএ পেতেন। এবার থেকে তারা ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন।

Dearness allowance

আরও পড়ুন: মার্চ মাসে এত্ত ছুটি! সামনেই টানা বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি, দেখুন তালিকা

রাজ্য সরকার জানিয়েছে, সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, অল-ইন্ডিয়া সার্ভিসের অফিসার, হিমাচল প্রদেশের জুডিশিয়াল সার্ভিসের অফিসার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদের এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর