পরিবারের ৭ জনকে নিয়ে বাইকে ভ্রমণ, ব্যক্তির কাণ্ড দেখে “হাঁ” হয়ে গেলেন খোদ IAS অফিসার! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই সর্বত্র বাড়ছে বাইক আরোহীদের সংখ্যা। এমতাবস্থায়, রাস্তায় দুর্ঘটনা এড়াতে বাইক আরোহীদের জন্য বেশ কিছু নিয়মাবলী রয়েছে। এছাড়াও, বাইক চালানোর ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স এবং বাইকের গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলিকে সঙ্গে রাখতে হয়। পাশাপাশি, মাথায় রাখতে হয় হেলমেটের বিষয়টি। যদিও, সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে (Social Media)। যেখানে বাইক আরোহীদের নিরাপত্তা তো দূর বরং তাঁদের কান্ডকারখানা দেখেই চোখ কপালে উঠেছে সবার।

মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে ছোট-বড় মিলিয়ে একইসঙ্গে ৭ জনকে বসতে দেখা গিয়েছে একটি বাইকে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এইরকমই এক ঘটনা এবার সামনে এসেছে। স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। এমনকি, ভিডিওটি দেখে রীতিমতো “বাকরুদ্ধ” হয়ে পড়েছেন IAS অফিসার সুপ্রিয়া সাহু-ও।

পাশাপাশি, ভিডিওটি নেটমাধ্যমে শেয়ারও করেন তিনি। যেটির ক্যাপশনে তিনি শুধুমাত্র লিখেছেন, “Speechless”। অর্থাৎ, ভিডিওটি দেখে সেটি বর্ণনা করার মত ভাষাই হারিয়ে ফেলেছেন তিনি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সুপ্রিয়া তামিলনাড়ুর পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং বন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব এবং দূরদর্শনের মহানির্দেশক ছিলেন।

ভিডিওটিতে কি দেখা গিয়েছে: মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একজন ব্যক্তি বাইক নিয়ে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি, তাঁর পাশে রয়েছেন দুই মহিলা ও চার জন শিশু। তাঁরা প্রত্যেকেই সুনিপুণ কৌশলে একে একে ওই বাইকটিতে উঠে পড়েন। বাইকের সামনে দু’জন শিশুকে বসিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি বাইকটি স্টার্ট দিতেই একজন মহিলা এক শিশুকে কোলে নিয়ে উঠে পড়েন এবং বাকি মহিলাটিও অন্য একটি শিশুকে কোলে নিয়ে বসে পড়েন বাইকে। আর এভাবেই একইসাথে ৭ জনের জায়গা হয়ে যায় বাইকটিতে।

অনেক পুরোনো ভিডিও: যেখানে একটি বাইকে দু’জনের বেশি আরোহী বসার ওপরে নিষেধাজ্ঞা রয়েছে সেখানে একটি বাইকে ৭ জনের বসে পড়ার ঘটনা সত্যিই আশ্চর্যজনক। পাশাপাশি, সেই কারণেই এই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটি বেশ পুরোনো, তবে সুপ্রিয়া সম্প্রতি শেয়ার করেছেন এটি। যার ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজছে “কারলে জুগাড় কারলে” গানটি।

এদিকে, IAS অফিসারের শেয়ার করা এই ভিডিও দেখে নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ ওই বাইক চালককে মজার ছলেই পুরস্কার দেওয়ার কথা জানালেও অধিকাংশ জনই এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। এমনকি, এভাবে যাতায়াত যে কখনোই নিরাপদ নয় সেই বিষয়টিও উপস্থাপিত করেন অনেকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর