করোনা আবহে অভিনব উদ্যোগ নিল রুক্মিণী মন্দির, সেখানে সাজানো ৭ হাজার আম তুলে দেওয়া হবে করোনা আক্রান্তদের

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (covid-19) আবহ সমস্ত অনুষ্ঠানের রং ফিকে করে দিয়েছে। এমনকি মানুষ এই সংকটের দিনে ভুলতেই বসেছেন কখন কোন উৎসবের দিন চলে যাচ্ছে। এখন শুধু বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে গোটা পৃথিবীর মানুষ। এরই মধ্যে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এক অভিনব আয়োজন করে সকলকে তাক লাগিয়ে দিল মহারাষ্ট্রের পন্ধরপুরের শ্রী ভিট্টল রুক্মিণী মন্দির (Rukmini Temple)।

করোনার দ্বিতীয় ধাক্কায় কার্যত মুষড়ে পড়েছে গোটা দেশ। গতবছরের তুলনায় এবার সংক্রমণের এবং মৃতের সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে স্বজনহারা কান্নার রোল উঠেছে চারিদিকে। মানুষ ভুলতে বসেছে কখন কোন উৎসবের দিন পার হয়ে যাচ্ছে। ভিড় জমায়েত এড়াতে সমস্ত উৎসব অনুষ্ঠানের ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।

vitthal rukmini temple

তবে এই পরিস্থিতিতে গত ১৪ ই মে শুভ অক্ষয় তৃতীয়ার কথা অনেকেই এই আতঙ্কের সময় হয়ত ভুলে গিয়েছিলেন। কিন্তু এই দিনটিকে স্মরণীয় করে রাখল মহারাষ্ট্রের পন্ধরপুরের শ্রী ভিট্টল রুক্মিণী মন্দির। সকল মন্দিরের থেকে কিছুটা অন্যরূপে ধরা দিল এই মন্দির। এই মন্দিরে দেবতাকে প্রায় ৭ হাজার আম অর্পন করে পুজো করা হয়। এই আম দিয়েই সুন্দর করে সাজিয়ে তোলা হয় সমস্ত মন্দিরটা।

bbjbjb

আম শুধু সাজিয়ে রাখার জন্যই নয়, জানা গিয়েছে এই সমস্ত আম দান করা হবে করোনা আক্রান্তদের। একদিকে যখন গোটা পৃথিবীর মানুষ নিজের সাধ্যমত দান করে বিপদের দিনে করোনা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে, সেখানে এই মন্দিরের এই অভিনব উদ্যোগ হৃদয় ছুঁয়ে গেল সকলের। মন্দিরের এই উদ্যোগের প্রশংসা করলেন অনেকেই।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর