বাংলাহান্ট ডেস্ক: ইদানিং বলিউড (Bollywood) এবং বিতর্ক সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিটি ছবির সঙ্গেই কোনো না কোনো ভাবে জড়াচ্ছে বিতর্ক। তবে বক্স অফিসে প্রভাবটাও বেশ ভালোই পড়ছে। বিতর্কের ডানায় ভর করে ব্লকবাস্টার হিট হয়েছে দ্য কাশ্মীর ফাইলস এবং দ্য কেরালা স্টোরি। কিন্তু ‘৭২ হুরেঁ’র (72 Hoorain) কপালে শিকে ছিঁড়ল না। শুরুটা তেমন ভাল হয়নি ছবির ব্যবসার ক্ষেত্রে।
গত ৭ জুলাই বড়পর্দায় মুক্তি পেয়েছে ৭২ হুরেঁ। ছবিটিকে ঘিরে বিতর্ক এতই বেড়ে গিয়েছিল যে ট্রেলার ছাড়াই প্রেক্ষাগৃহে মুক্তি পেল ছবিটি। কিন্তু এত বিতর্ক ছবির জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসেনি। বরং শুরুটা তেমন আশাব্যঞ্জক হয়নি ছবির ব্যবসার ক্ষেত্রে। ৭২ হুরেঁ মুক্তি পাওয়ার পর এখনো পর্যন্ত বক্স অফিস সংগ্রহ বলছে, প্রথম দিনে ১ কোটি টাকাও তুলতে পারেনি ছবিটি।
মুক্তির পর প্রথম দিনে ৭২ হুরেঁ ছবির সংগ্রহ প্রায় ০.৩৫ কোটি টাকা। ছবিটি ঘিরে বিতর্কের পারদ যেভাবে চড়েছিল তাতে অনেকেই ভেবেছিলেন আরেকটা কাশ্মীর ফাইলস বা কেরালা স্টোরি হতে চলেছে। কিন্তু বিতর্ক এখনো পর্যন্ত ছবির ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল নিয়ে আসতে পারেনি। তবে দ্বিতীয় দিন থেকে ব্যবসার অঙ্ক বাড়বে বলেই আশাবাদী নির্মাতারা।
প্রসঙ্গত, ছবির ট্রেলারের জন্য সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাননি নির্মাতারা। এ বিষয়ে ছবির সহ প্রযোজক অশোক পণ্ডিত বলেন, সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের কারণ তিনি জানেন না। ট্রেলারের জন্য ছাড়পত্র না দেওয়ার কারণ জানতে চেয়েছেন তিনি বোর্ডের কাছে। পাশাপাশি তিনি এও বলেছেন, প্যানেলের তরফে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে যেন ক্ষমা চেয়ে নেওয়া হয়।
অদ্ভূত ভাবে ছবিটিকে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের তরফে। কিন্তু ট্রেলারের ক্ষেত্রেই আপত্তি প্রকাশ করেছেন তারা। এহেন আপত্তির কারণ বুঝতে পারছেন না ছবি নির্মাতারা। অশোক পণ্ডিত বলেন, ট্রেলারে যে দৃশ্যগুলি রয়েছে মূল ছবিতেও সেই একই দৃশ্য রয়েছে। তাহলে ছবিতে ছাড়পত্র দিয়ে ট্রেলারে কাটছাঁট করার নির্দেশ কেন? তবে বিষয়টাকে ভুয়ো খবর বলে উড়িয়ে দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের তরফে।