বাংলাহান্ট ডেস্ক : নতুন বছর আসতে চলেছে। 2023 সাল উদযাপন করতে, রিলায়েন্স জিও 2023 টাকার একটি প্রিপেইড প্ল্যান চালু করেছে। এই প্ল্যানের সাথে কোম্পানি 9 মাসের জন্য প্রতিদিন 2.5GB হাই স্পিড ডেটা দেবে। এছাড়াও Jio তার পুরনো প্ল্যানের সাথে অতিরিক্ত সুবিধাও দিচ্ছে। কোম্পানি ব্যবহারকারীদের 75GB অতিরিক্ত ডেটা দিচ্ছে।
রিলায়েন্স জিও তার 2,999 টাকার প্রিপেড প্ল্যানের সাথে অতিরিক্ত ডেটার সুবিধা দিচ্ছে। এক বছরের বৈধতার পাশাপাশি এই প্ল্যানের সাথে, ব্যবহারকারীদের 75GB অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানের সাথে, আপনার প্রতি মাসে বারবার রিচার্জ করার ঝামেলা থাকবে না।
Jio-এর 2999 টাকার প্রিপেড প্ল্যানে মোট 912.5GB ডেটা দেওয়া হয়। ব্যবহারকারীরা প্রতিদিন 2.5GB ডেটা পান। তবে, এর মেয়াদ শেষ হওয়ার পরেও আপনি 64kbps গতিতে সীমাহীন ডেটা অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও ব্যবহারকারীদের আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100SMS দেওয়া হয়।
আগেই বলা হয়েছে, Jio-এর এই প্রিপেড প্ল্যানের বৈধতা 365 দিন। এতে Jio অ্যাপের অন্যান্য পরিষেবাও দেওয়া হয়। কোম্পানি নতুন বছরের অফারে এই প্রিপেড প্ল্যানের সাথে 75GB অতিরিক্ত হাই স্পিড ডেটাও দিচ্ছে। এছাড়াও, ব্যবহারকারীরা 23 দিনের অতিরিক্ত বৈধতাও পাবেন। এমন পরিস্থিতিতে, আপনি যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে চান তবে কোম্পানি এই প্ল্যানটি এখন অফার নিয়েই আমজনতার জন্য নিয়ে এসেছে।
রিলায়েন্স জিও নতুন বছরের আগে 2023 টাকার একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে। এতে 252 দিনের মেয়াদ দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিদিন 2.5GB ডেটা দেওয়া হবে। অর্থাৎ, আপনাকে মোট 630GB ডেটা দেওয়া হচ্ছে। এছাড়াও প্রতিদিন আনলিমিটেড কলিং এবং 100SMS দেওয়া হবে এই প্ল্যানের সাথে।