বাংলা হান্ট ডেস্কঃ নিয়ম করে বছরে দুবার সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফের এক দফায় মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করেছে মোদী সরকার। কেন্দ্রের কর্মীদের জন্য ফের ৪% হারে ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছে। আগে ৪৬ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Workers)। সম্প্রতি আরও ৪ শতাংশ বাড়িয়ে তা হয়েছে ৫০ শতাংশ।
ইতিমধ্যেই মার্চ মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ ইতিমধ্যেই পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। একই সাথে মিলেছে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের বকেয়া ডিএ-ও। পাশাপাশি সরকারি কর্মীদের একাধিক ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্র। যা নিয়ে যথেষ্টই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
সম্প্রতি সরকারি কর্মীদের ৬ ধরনের ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। এই মর্মে গত ২ এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোব়্যান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে। তাতেই বলা হয়েছে চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স বাড়ছে।
এখানেই শেষ নয়, পাশাপাশি সংসদীয় অ্যাসিস্টেন্টদের জন্য বিশেষ ভাতাও বাড়ানো হচ্ছে। নিয়ম অনুসারে, যখন DA ৫০% পৌঁছায়, তখন বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচআরএ (HRA) বৃদ্ধি করতে হয়। আপাতত কর্মীরা সেই ভাতার পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন। ওদিকে অফিস মেমোতে বলা হয়েছে, কর্মীদের সন্তানের জন্য হোস্টেল ভর্তুকি দেওয়া হবে। তবে তা কেবলমাত্র দুই সন্তানের জন্য।
জানিয়ে রাখি, ডিএ ৫০ শতাংশ হলে হোস্টেল সাবসিডি ২৫ শতাংশ করে বাড়ানো হয়ে থাকে। সন্তানদের এই হোস্টেল সাবসিডি বাবদ কেন্দ্রীয় সরকারি কর্মীরা মাসে মাসে সর্বোচ্চ ৮৪৩৭.৫ টাকা করে পেতে পারেন। সন্তানের শিক্ষা ভাতা বাবদ প্রাপ্ত ভাতার ভিত্তিতে মাসে সর্বোচ্চ ২৮১২.৫ টাকা পেতে পারেন কেন্দ্র সরকারি কর্মীরা।
আরও পড়ুন: ভোটের আগেই BJP তরফে বিরাট গিফট পেলেন অভিজিৎ গাঙ্গুলি, রেখা পাত্র! তালিকায় আরও ৬ জন
বাড়ানো হয়েছে চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স। কোনো সরকারি কর্মীর সন্তান যদি বিশেষ ভাবে সক্ষম হয়ে থাকেন, তাহলে রিইম্বার্মেন্ট প্রক্রিয়ার মাধ্যমে সন্তানের শিক্ষা ভাতা বাবদ মাসে মাসে সর্বোচ্চ ৫৬২৫ টাকা পেতে পারেন সরকারি কর্মচারী। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ডিউটিতে থাকা কর্মীদের জন্য বৃদ্ধি করা হয়েছে নাইট ডিউটির ভাতা। যার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মী সর্বোচ্চ ৪৩৬০০ টাকা করে পেতে পারেন। বৃদ্ধি করা হয়েছে বেড়েছে ওভার টাইম অ্যালাওয়েন্সও।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার