বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা DA এবং DR বৃদ্ধির ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন৷ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নবরাত্রির আগে এই মাসের শেষের দিকে বৈঠকটি হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রত্যাশিত তারিখ সম্পর্কে কোন আনুষ্ঠানিক ঘোষণা নেই যে তারিখে DA/DR বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিএ বৃদ্ধির প্রত্যাশিত তারিখ:
ডিএ বা ডিআর বৃদ্ধি সাধারণত মার্চ এবং সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হয়। যেহেতু সেপ্টেম্বর মাস ইতিমধ্যেই চলছে এবং উৎসবের মরসুম কাছাকাছি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মাসেই শীঘ্রই ডিএ বৃদ্ধির ঘোষণা বিজ্ঞপ্তি পাওয়ার আশা করছেন। তবে এমন সম্ভাবনা রয়েছে যে ২৮ সেপ্টেম্বর, নবরাত্রিতে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য, কেন্দ্র জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ২০২২ সালের অর্ধ বছরের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে।
কত ডিএ বৃদ্ধি প্রত্যাশিত:
আগে, আশা করা হচ্ছিল যে সরকার ডিএ-এর হার বর্তমান ৩৪% থেকে ৪% বৃদ্ধি করতে পারে। কিন্তু ক্রমবর্ধমান মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে মহার্ঘ্যভাতা ৫ শতাংশ বাড়ানো হতে পারে। মহার্ঘ্য ভাতা ৩৯ % বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। পেনশনভোগীদের জন্য ডিআর-এর হারেও একই রকম বৃদ্ধি প্রত্যাশিত৷
ডিএ বৃদ্ধি কিভাবে গণনা করা হয়:
সরকার সাধারণত ছয় মাসের ব্যবধানে ডিএ/ডিআর-এর হার সংশোধন করে। মুদ্রাস্ফীতির কারণে মাসিক বেতন/পেনশন সম্পদের মূল্যের ক্ষতি পূরণের জন্য এটি করা হয়। ডিএ/ডিআর হার যথাক্রমে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন বৃদ্ধিতে সাহায্য করে।
এই প্রসঙ্গে জেনে রাখা দরকার, ৭ তম বেতন কমিশনের সুপারিশকৃত সূত্রের ভিত্তিতে ডিএ/ডিআরের গণনা করা হয়। শুধুমাত্র বিপুল সংখ্যক কেন্দ্রীয়/রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ প্রদান করা হয় না, সিপিআই-আইডব্লিউ শিল্প খাতের কর্মীদের জন্য ডিএ গণনা করার পাশাপাশি নির্ধারিত চাকরিতে ন্যূনতম মজুরি নির্ধারণ এবং সংশোধন করাও হয়।