বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে একটি বড়সড় খবর প্রকাশ্যে এসেছে। পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের তরফে নোটিশ জারি করে পেনশনের টাকা তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে, এখন থেকে শুধুমাত্র একবারই পেনশন তোলা সম্ভব হবে। এছাড়াও, আরোও বেশ কয়েকটি নিয়মের কথাও উল্লেখ করা হয়েছে নোটিশে। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য নতুন পেনশনের নিয়মগুলি কী কী সেই নিয়ে আলোচনা করা হলো।
১) DoPPW থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, যদি কোনও কর্মচারী তাঁর মূল বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুলে নেয়, তাহলে তাঁকে আবার পেনশন তোলার অনুমতি দেওয়া হবে না।
২) পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সিভিল সার্ভিসেস রুলস অনুসারে (কমিউটেশন অফ পেনশন ১৯৮১) সরকারের পক্ষ থেকে কাউকে একবারের বেশি পেনশন তোলার অনুমতি দেবে না। এটির মাধ্যমে, একবারে মোট পেনশনের মাত্র ৪০% তোলা যাবে।
৩) এককালীন টাকা তোলার বিষয়ে, সরকার জানিয়েছে যে কর্মচারীরা একবারে মাত্র মোট টাকার ৪০ শতাংশ টাকা তুলতে পারবেন। এছাড়াও, যদি কোনও কর্মচারীর পেনশন সংশোধিত হয়, তবে সেই পরিস্থিতিতে তিনি নিজের বকেয়া টাকা তুলতে পারবেন।
DoPPW দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, যে সমস্ত কর্মচারীরা ১লা জানুয়ারী, ২০১৬ থেকে ৪ঠা আগস্ট, ২০১৬-এর মধ্যে অবসর নিয়েছেন, তারা CCS-এর বিধি ১০-এর অধীনে বা ১০ নম্বর ধারা অনুসারে, তাঁরা পেনশন সংশোধনের উপর অতিরিক্ত ছাড় পাবেন। যদিও এক্ষেত্রে সরকার ৪০ শতাংশের নিয়ম জারি রাখছে।