বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) ৮ টি সাবমেরিন একসাথে আরব সাগরে একটি মহড়ায় অংশ নিয়েছে। এই প্রসঙ্গে আধিকারিকরা জানিয়েছেন, পশ্চিম উপকূলে আরব সাগরে সম্প্রতি শেষ হওয়া মহড়ায় ৮ টি সাবমেরিন একসঙ্গে অংশ নিয়ে তাদের শক্তি প্রদর্শন করেছে।
ইতিমধ্যেই ওয়েস্টার্ন নেভাল কমান্ড “X” মাধ্যমে একটি পোস্টে জানিয়েছে যে, ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জে. সিং এই মহড়ার পরিচালনার পর্যালোচনা করেন। এমতাবস্থায়, তিনি পেশাদারিত্ব এবং চমৎকার প্রদর্শনের জন্য গ্রুপটির প্রশংসাও করেন।
The Western Seaboard witnessed eight submarines operating together in a recently concluded exercise in the Arabian Sea, demonstrating their high levels of Op Readiness.@SpokespersonMoD@HQ_IDS_India@indiannavy@IndiannavyMedia@DefPROMumbai pic.twitter.com/Ipbj1dFP36
— Western Naval Command (@IN_WNC) March 25, 2024
পাশাপাশি, ওয়েস্টার্ন নেভাল কমান্ড আরও জানিয়েছে, “মহড়ার অংশ হিসেবে ভাইস অ্যাডমিরাল সাবমেরিনের ভেতরে প্রবেশ করেন এবং সাবমেরিনারের ঐতিহ্য অনুযায়ী সমুদ্রের জলের স্বাদ গ্রহণ করেন।” উল্লেখ্য যে, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হরি কুমার এডেন উপসাগর, আরব সাগর এবং লোহিত সাগরে অ্যান্টি-ড্রোন, অ্যান্টি-মিসাইল এবং অ্যান্টি-পাইরেসি হামলার বিরুদ্ধে নৌ-অভিযানের ১০০ দিন পূর্ণ হওয়ার পর সংবাদমাধ্যমকে ভাষণ দেন।
আরও পড়ুন: হোলি খেলতে গিয়ে টাকায় লেগেছে রং? আর করা যাবে না ব্যবহার? কি বলছে RBI-এর নিয়ম
কি জানিয়েছেন তিনি: নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হরি কুমার বলেন, এই ধরণের ঘটনা রোধে নৌবাহিনী ইতিবাচক পদক্ষেপ অব্যাহত রাখবে। এদিকে, জলদস্যুদের আক্রমণের বিষয়ে তিনি জানান, এই অঞ্চলের বিশৃঙ্খলা থেকে লাভবান হওয়ার জন্য জলদস্যুদের বিষয়টি একটি শিল্প হিসেবে আবার আবির্ভূত হয়েছে। নৌবাহিনী প্রধান বলেন, “এটা বন্ধ করার লক্ষ্যে আমরা ব্যবস্থা নেব।”
আরও পড়ুন: তরতরিয়ে “বিকশিত ভারত”-এর দিকে এগোচ্ছে দেশ! কর্মসংস্থানের ক্ষেত্রে তৈরি হল নয়া নজির
নৌবাহিনীর রয়েছে ১১ টি সাবমেরিন এবং ৩০ টি যুদ্ধজাহাজ: তিনি আরও জানান, অপারেশন সংকল্প সংক্ষিপ্ত ও দ্রুত অপারেশনের মিথ ভেঙ্গে দিয়েছে এবং সমুদ্রে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে টেকসই অপারেশনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। তিনি বলেন, অভিযানের গতি বেশ দ্রুত এবং সমুদ্রের বিভিন্ন অংশে আমাদের ১১ টি সাবমেরিন এবং ৩০ টি যুদ্ধজাহাজ রয়েছে। যার ফলে প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য নিশ্চিত করা গিয়েছে।