আবাস দুর্নীতির জের, পুরুলিয়ায় একযোগে পদত্যাগ পঞ্চায়েত প্রধান সহ ৮ সদস্যের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে দুর্নীতি ইস্যুর লাইমলাইটে ফের ‘আবাস দুর্নীতি’ (Awas Corruption)। পদত্যাগ মিছিলের ধারা অব্যাহত রেখে ফের পদ ছাড়ল পুরুলিয়ায় (Purulia) পঞ্চায়েত প্রধান (Panchayat Pradhan) সহ ৮ সদস্য। তালিকায় নাম রয়েছে উপপ্রধানেরও। শুক্রবার বিডিও অফিসে নিজেদের পদত্যাগ পত্র জমা দেন প্রত্যেকে। পাশাপাশি, মানবাজার ১ পঞ্চায়েত সমিতির ‌তিন জন সদস্যও আজ দুর্নীতির জেরে ইস্তফা দেন। যার মধ্যে সামিল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সহ বন কর্মাধ্যক্ষও।

কী জানা যাচ্ছে? তৃণমূল পরিচালিত মানবাজার-১ নং ব্লকের বিশরী গ্রাম পঞ্চায়েতের ৮ জন সদস্যা পদত্যাগ পত্র জমা দেন বিডিওর কাছে। পাশাপাশি মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র সহ মোট ৩ জন সদস্যও পদত্যাগের দাবি করেন। যদিও পড়ে এবিষয়ে জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া জানান , “মানুষের ক্ষোভ রয়েছে। কী ভাবে সমস্যার সমাধান হয় তা খতিয়ে দেখা হচ্ছে। দলীয় নেতৃত্বকে বলেছি মানবাজারের বিষয়টি দেখতে, আশা করি সমস্যা মিটে যাবে।”

প্রসঙ্গত, এই প্রথম নয়, কিছুদিন ধরে আবাস দুর্নীতির কারণে পদত্যাগের হিড়িক পড়েছে রাজ্যজুড়ে। দিনকয়েক আগেই আবাস যোজনার তালিকা নিয়ে নিজের বুথেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন মালদার বরুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য টিঙ্কর মহালদার। এমনকী তাঁকে কেন্দ্র করে টায়ার জ্বালিয়েও বিক্ষোভে সামিল হন এলাকার বহু মানুষ। হরিশ্চন্দ্রপুর-১ বিডিও অফিসে গিয়ে এদিন নিজের ইস্তফাপত্র জমা দেন টিঙ্কর মহালদার।

pmayn

একযোগে পদত্যাগ বিষয়ে বিশরী গ্রাম পঞ্চায়েত প্রধান সজ্জিত বেশরা বলেন, “কোনও কারণ ছাড়াই আমাদের পঞ্চায়েত এলাকার ১২৮ জনের আবাস যোজনা থেকে নাম বাদ দেওয়া হয়েছে তাই আমাদের এই সিদ্ধান্ত।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X