বাংলাহান্ট ডেস্কঃ সারা বিশ্বে করোনা ভাইরাস (corona virus) প্রতিদিনই আরো ভয়ংকর হয়ে উঠছে৷ আমাদের ভারতেও (india) করোনার করাল গ্রাসে আক্রান্ত বহু মানুষ। যে কোনো মুহুর্তে আমরা পৌঁছে যেতে পারি সংক্রমণের তৃতীয় পর্যায়ে। ইতিমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনেকেই করোনা আক্রান্ত। মারা গিয়েছেন পুলিশ কর্মীও। এবার করোনা হামলায় আক্রান্ত সংবাদ মাধ্যম।
দেশের বাণিজ্য নগরী মুম্বাই এর ১৬৭ জন সাংবাদিকের ওপর করোনা পরীক্ষার পর তাদের মধ্যে ৫৩ জনের শরীরে করোনা জীবাণু উপস্থিতি লক্ষ্য করা গেছে।
পাশাপাশি, চেন্নাইয়ের রায়পুরামে ২৪ বছর বয়সী এক সাংবাদিকের শরীরে করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার তাঁর ২৬ জন সহকর্মীর শরীরেও এই মারন থাবা বসিয়েছে বলে খবর । তামিল টিভি চ্যানেলটি প্রশাসনিক ভাবে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে, বন্ধ সংবাদ সম্প্রচারও।
করোনা ইতিমধ্যেই প্রাণ কেড়েছে এক পুলিশকর্মীর। পাঞ্জাবের লুধিয়ানায় কমিশনার অফ পুলিশ অনিল কোহলি। লুধিয়ানাতে এসপিএস হাসপাতাল তার মৃত্যু হয়েছে।
ভারতে এখনো পর্যন্ত এই মারন ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮,৬০১। মৃত্যু হয়েছে ৫৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩২৫২ জন। চিকিৎসা চলছে ১৪৭৫৯ জনের। রাজ্যের বিচারে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। এখনো পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৪৬৬৬ জন।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রালয় থেকে জানানো হয়েছে, আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। তবে আগামী দিনে ভারতের ভবিষ্যৎ কি হবে, তা আগামী ৫-৭ দিনের মধ্যেই নির্ভর করেছে বলে জানালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIMS) -এর ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া।