প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি ‘৮৩’র! নাক-কান মুলে রণবীরের প্রতিজ্ঞা, আর বায়োপিক নয়

বাংলাহান্ট ডেস্ক: আশঙ্কাই সত‍্যি হল। অনেক চেষ্টা করেও সামলানো গেল না ক্ষতি। বক্স অফিসে বড়সড় ধাক্কা খেল কবীর খান পরিচালিত, রণবীর সিং (ranveer singh) ও দীপিকা পাডুকোন অভিনীত ‘৮৩’ (83)। ক্রিসমাসের ঠিক আগে ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। ভারতে এতদিনে মাত্র ৭৩ কোটি টাকার ব‍্যবসা করতে পেরেছে এই ছবি। কিন্তু ক্ষতির পরিমাণটা নজিরবিহীন। প্রায় ১৭০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে ছবি নির্মাতারা।

লাভের মুখ দেখার জন‍্য ১৭৩ কোটি টাকা কামাতে হবে তাদের। কিন্তু করোনা পরিস্থিতির দিকে স্পষ্ট যে তা এখন এক রকম অসম্ভব প্রায়। সূত্রের খবর বলছে, এই পরিমাণ ক্ষতি দেখে রণবীর নাকি আর বায়োপিক ছবিতে অভিনয় না করারই সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয়ের জন‍্য বেশ বড় অঙ্কের টাকা নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, যেটুকু লাভ হয়েছে ছবি থেকে তার মধ‍্যেও নাকি ভাগ বসিয়েছেন তিনি।

breaking ranveer singhs 83 trailer to come out on this date a grand launch on the cards 0001
পরিচালক কবীর খান অবশ‍্য করোনাকে দোষ দিয়েছেন ছবির এত খারাপ ফলের জন‍্য। করোনার তৃতীয় ঢেউয়ে ব‍্যবসায় বড় প্রভাব পড়েছে। বেশ কিছু রাজ‍্যে প্রেক্ষাগৃহে ৫০ শতাংশ আসন সংখ‍্যা এবং দিল্লি হরিয়াণাতে প্রেক্ষাগৃহ সম্পূর্ণ ভাবে বন্ধ থাকায় ব‍্যবসা লাটে ওঠে। তা সত্ত্বেও ‘৮৩’ কে দর্শকেরা অনেক ভালবাসাই দিয়েছে, দাবি কবীর খানের।

এর আগে শোনা গিয়েছিল, এরপর একজন প‍্যারাপ্লেজিক সুইমারের বায়োপিকে দেখা যাবে রণবীরকে। এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাঁচটি বায়োপিকে অভিনয় করার কথাবার্তা চলছে তাঁর।

এর মধ‍্যে তিনটি ছবিই ক্রীড়াজগতের ব‍্যক্তিত্বদের জীবন কাহিনি নিয়ে তৈরি। তবে এখনো এ বিষয়ে বেশি কিছু বলতে নারাজ রণবীর। তিনি শুধু জানিয়েছেন, পাঁচটি বায়োপিকই তৈরির কাজ চলছে। যদি সব ঠিকঠাক থাকে তবে শীঘ্রই নতুন ছবির ঘোষনা করা হবে।


Niranjana Nag

সম্পর্কিত খবর