বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। এর পরই সরকারি কর্মীদের জন্য শিকে ছিঁড়তে পারে বলে মনে করা হচ্ছে। লোকসভা ভোটের আগেই সরকারি কর্মচারীদের (Government Employee’s) ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর অনুমোদন দিয়েছে মোদী সরকার। কেন্দ্রের এই ঘোষণায় যথেষ্টই খুশি সরকারি কর্মীরা। এর আগে ৪৬ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে আরও চার শতাংশ বৃদ্ধি পেয়ে তা ৫০ শতাংশে পৌঁছেছে।
মনে করা হচ্ছে এবার অষ্টম বেতন কমিশন নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। নিয়ম অনুসারে, মহার্ঘ ভাতার হার পঞ্চাশ শতাংশ পেরোলেই সরকারকে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। যদি তাই হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মনে বিশেষ সুবিধা পেতে পারেন৷
ইতিমধ্যেই ন্যাশনাল কাউন্সিল (স্টাফ সাইড, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য জয়েন্ট কনসালটিভ মেশিনারি) সেক্রেটারি শিব গোপাল মিশ্র ক্যাবিনেট সেক্রেটারিকে অষ্টম বেতন কমিশন গঠন সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। যেখানে অষ্টম বেতন কমিশনের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।
এবার যদি এই বিষয়ে বিবেচনা করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের লটারি লাগতে চলেছে। ওদিকে ১ মাস পর পেশ হতে পারে কেন্দ্রীয় বাজেট। যদিও তার আগে এখনও অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো ঘোষণা করেনি কেন্দ্র। সরকারি ভাবে কোনও বিবৃতি নেই। জল্পনা চলছে ৷
আরও পড়ুন: তৃণমূলের চার নতুন মহিলা সাংসদকে নিয়ে হঠাৎ হাওয়া! কোথায় গেলেন কল্যাণ?
প্রসঙ্গত প্রতি দশ বছর অন্তর অন্তর একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। এর আগে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। সেই সময় দেওয়া সুপারিশগুলি ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। এবার দশ বছর হতে ২০২৬ সালের জানুয়ারি থেকে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনশুরুর প্রস্তাব দেওয়া হয়েছে।