একাদশীতে ভক্তদের প্রবল ভিড়! অন্ধ্রের শ্রীকাকুলামে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৯

Published on:

Published on:

9 dead in stampede at Venkateshwara Swamy temple.

বাংলাহান্ট ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার ভোরে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে (Venkateshwara Swami Temple) একাদশী উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষেই ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। সকাল থেকে হাজার-হাজার মানুষের জমায়েতে গড়িয়ে ওঠে জনসমুদ্র। সেই ভিড়েই ঘটে যায় মর্মান্তিক পদপিষ্ট ঘটনা। এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বহু ভক্ত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা।

ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে (Venkateshwara Swami Temple) পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল:

সেখানে উপস্থিত ভক্তদের বয়ান অনুযায়ী, পুজো শুরু হওয়ার আগে থেকেই মন্দির (Venkateshwara Swami Temple) চত্বরে ভিড়ের চাপ বাড়ছিল। হঠাৎই ধাক্কাধাক্কি শুরু হয় দর্শনার্থীদের মধ্যে। কয়েকজন ভক্ত নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান। তাঁদের উপর দিয়েই হুড়মুড় করে দৌড়তে শুরু করেন আতঙ্কগ্রস্ত মানুষজন। আর তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। ঘটনাস্থলেই প্রাণ হারান ন’জন। আহতদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:আদিবাসী বিপ্লবীদের সম্মান জানাতে এই রাজ্যে তৈরি দেশের প্রথম ডিজিটাল মিউজিয়াম! উদ্বোধন করবেন মোদী

ঘটনার খবর পেয়েই দ্রুত মন্দির (Venkateshwara Swami Temple) প্রাঙ্গণে পৌঁছায় উদ্ধারকারী দল এবং স্থানীয় পুলিশ বাহিনী। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহতদের চিকিৎসায় বিশেষ মেডিক্যাল টিম নিযুক্ত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মন্দির এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, মৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এদিকে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর মন্দিরে (Venkateshwara Swami Temple) মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। পদপিষ্ট হয়ে একাধিক ভক্তের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমি শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।” পাশাপাশি তিনি জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য সমস্তরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এই দুর্ঘটনার পর মন্দির প্রশাসনের দায়িত্ববোধ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে।

9 dead in stampede at Venkateshwara Swamy temple.

আরও পড়ুন:কলকাতা পুরসভায় জন্ম শংসাপত্র নেওয়ার হিড়িক! SIR ‘জুজু’ আতঙ্কে লম্বা লাইন ধর্মতলায়

দিব্যভক্তদের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীকাকুলাম জুড়ে। মন্দির (Venkateshwara Swami Temple) কর্তৃপক্ষ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।